এক নজরে
Madhyamik Routine 2021
মাধ্যমিক রুটিন 2021: 2021 সালের মাধ্যমিক পরীক্ষা কবে হবে? কোন দিন কি পরীক্ষা হবে? 2021 সালের মাধ্যমিক পরীক্ষা কটা থেকে শুরু হবে, বিস্তারিত তথ্য পাবেন আজকের পোস্টে। এদিন 26 ডিসেম্বর, 2020 তারিখ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। WBBSE Madhyamik Routine 2021
আরও পড়ুন: 2021 উচ্চ মাধ্যমিক রুটিন
মাধ্যমিক রুটিন 2021
| তারিখ ও বার | বিষয় | 
| ১ জুন, মঙ্গলবার | প্রথম ভাষা | 
| ২ জুন, বুধবার | দ্বিতীয় ভাষা | 
| ৩ জুন, বৃহস্পতিবার | ভূগোল | 
| ৫ জুন, শনিবার | ইতিহাস | 
| ৭ জুন, সোমবার | গণিত | 
| ৮ জুন, মঙ্গলবার | জীবন বিজ্ঞান | 
| ৯ জুন, বুধবার | ভৌত বিজ্ঞান | 
| ১০ জুন, বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয় | 
2021 মাধ্যমিক পরীক্ষা কবে হবে
পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ। ঠিক দুপুর 12 টায় ঘন্টা বাজবে, তারপর উত্তর লেখা শুরু করতে হবে। 2021 মাধ্যমিক পরীক্ষা কবে হবে?
2021 মাধ্যমিক পরীক্ষায় ছুটি
প্রতিবছরের মতো 2021 সালের মাধ্যমিক পরীক্ষায়ও ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে দু’দিন ছুটি রাখা হয়েছে। একটি ছুটি ইতিহাস পরীক্ষার আগের দিন এবং অপরটি গণিত পরীক্ষার আগের দিন, যদিও দিনটি এমনিতেই রবিবার।
 
				            
 
         
			
 
                                 
                              
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		