রেজাল্ট

শেষ ৬ বছরে ৯০ শতাংশ হয়নি মাধ্যমিকে পাশের হার! এবার কি হতে পারে? মতামত জানালেন বিশেষজ্ঞরা

Advertisement

আগামী ২রা মে ২০২৪ তারিখে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯টা বেজে ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন। এই মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই রাজ্যের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, মাধ্যমিকে মোট পাশের হার ৯০ শতাংশ পেরোতে পারেনি। চলতি বছরে কি হতে পারে মাধ্যমিকে পাশের হার? সেই বিষয়ে বিভিন্ন মতামত জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিগত বেশ কয়েক বছরে মাধ্যমিকের ফলাফল দেখলে লক্ষ্য করা যাবে, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.০৭ শতাংশ। ২০২০ অতি মারি পরিস্থিতিতে ১০ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থীকেই উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.০৬ শতাংশ। গতবার অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গিয়ে দাঁড়িয়ে ছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জনে। সেক্ষেত্রে গতবছর পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ।

মাধ্যমিক রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন 👇👇

মাধ্যমিকে পাশের হার

আরও পড়ুনঃ কোন কোন ওয়েবসাইটে সবার আগে দেখা যাবে মাধ্যমিক রেজাল্ট?

এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন। বর্তমান বছরে পাশের হার নিয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, আগে পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নপত্রে নম্বর বিভাজন অন্যরকম থাকায় বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে সমস্যা ছিল। তবে, বর্তমানে সেই বিষয়ে পরিবর্তন হওয়ায় বেশি নম্বর তোলার সুযোগ এবং সুবিধা বৃদ্ধি পেয়েছে। নম্বর বিভাজন বদলেছে, ফুল মার্চ তোলার সুযোগ রয়েছে পরীক্ষার্থীদের কাছে। তাই এ বছর সামগ্রিকভাবে মাধ্যমিকের ফলাফল বিগত বছরগুলির তুলনায় ভালো হতে পারে, এটাই আশা করা যায়।

মাধ্যমিকে পাশের হার

Related Articles