আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ই মার্চ পর্যন্ত। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রথম থেকেই সতর্ক রাজ্য। পরীক্ষার দিনগুলিতে নিরাপত্তার সুনিশ্চিতকরণে গৃহীত হচ্ছে একের পর এক ব্যবস্থা। সম্প্রতি জানানো হলো, মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা রক্ষায় চালু করা হবে ‘রিয়েল টাইম অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে ভেনু সুপারভাইজারদের থেকে প্রতিনিয়ত খবরাখবর নেবেন পর্ষদের কর্তারা।
চলতি বছরের মাধ্যমিক নিয়ে কোনওরকম আপসে রাজি নয় মধ্যশিক্ষা পর্ষদ। নিরাপত্তা প্রসঙ্গে অত্যন্ত সাবধানী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যেমন, এবারের প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত পর্ষদের। জানা যাচ্ছে, এবার নির্ধারিত সময়ের আগে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা শেষ হলেও প্রশ্নপত্র নিয়ে হলের বাইরে বেরোনোর অনুমতি মিলবে না। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। পরীক্ষা শেষ হলে প্রশ্নপত্রটি সংগ্রহ করে নিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
পর্ষদ সূত্রে খবর, কোনোও ভাবেই যাতে পরীক্ষা শেষের আগে প্রশ্নপত্র ছড়িয়ে না পড়ে তা আটকাতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কড়া পাহারায় নিয়ে আসা হবে পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নপত্র আসা থেকে উত্তরপত্র বেরোনো পর্যন্ত মোতায়েন থাকছে পুলিশি পাহারা। গোটা পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারির ব্যবস্থা। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মীদের মোবাইল ব্যবহারেও নিয়ন্ত্রণ আনা হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ
এরপর ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার জন্য চালু করা হবে ‘রিয়েল টাইম অ্যাপ’। এর দ্বারা ভেনু সুপারভাইজারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন পর্ষদ কর্তারা। এই বিশেষ অ্যাপের মাধ্যমে ‘রিয়েল টাইম ডেটা’ পাবে পর্ষদ। এবারের মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে ও তার নিরপেক্ষতা বজায় রাখতে প্রযুক্তিগত কৌশলকে যথাযথভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।