শিক্ষার খবর

Madhyamik 2023 | নোটিশ জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ! বিশেষ দুদিন উপস্থিত থাকতে হবে সকল সরকারি কর্মচারীদের!

Advertisement

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ২০২৩। আর পরীক্ষা শুরুর আগেই ফের নোটিশ জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, বিশেষ দুদিন অর্থাৎ আগামী ২০ ও ২১শে ফেব্রুয়ারি সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের নিজেদের কর্মক্ষেত্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে বকেয়া ডিএ এর দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন রাজ্যর সরকারি কর্মচারীরা। এমতাবস্থায় নোটিশ জারি করে পর্ষদ জানালো, আগামী ২০ ও ২১ তারিখ কোনোওপ্রকার ছুটি নিতে পারবেন না সরকার কর্মীরা। এমনকি আগের থেকে ছুটি নেওয়া থাকলে সেই ছুটি বাতিল বলে গণ্য করা হবে। জানা যাচ্ছে, আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাকরির খবরঃ IDBI ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

FB Join

পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০ ও ২১ শে ফেব্রুয়ারি খোলা রাখতে হবে সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান। আসন্ন মাধ্যমিকের কারণে রাজ্যের মাধ্যমিক স্তরের সরকারি স্কুলগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ওই নির্দিষ্ট দুদিন অবশ্যই উপস্থিত থাকতে হবে। প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক নিয়ে বাড়তি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য সরকার। জারি হচ্ছে বহু নির্দেশিকা ও নিয়মনীতি। অন্যদিকে বকেয়া ডিএ এর দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, এহেন বাতাবরণে যাতে সঠিকভাবে মাধ্যমিক পরীক্ষার পরিচালনা সম্ভব হয় এখন সেটাই লক্ষ্য মধ্যশিক্ষা পর্ষদের।

Related Articles