শীঘ্রই বদলে যেতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস। সম্প্রতি এমনই আভাস দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী শিক্ষাবর্ষ থেকেই সিলেবাস বদলাবে বলে আভাস দিয়েছেন তিনি। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসে পড়তে চলেছে সিবিএসসির (CBSC) -এর ধাঁচ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়ুয়ারা যাতে সর্বভারতীয় চাকরির পরীক্ষায় ভালো ফল করতে পারেন, সেই লক্ষ্যেই সিলেবাস বদলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ।
সম্প্রতি এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে সভাপতি জানিয়েছেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিএসসির গাইডলাইন মানা হয়। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সিলেবাসও সেই আদলে করার পরিকল্পনা হয়েছে বলে জানা যাচ্ছে। উচ্চ মাধ্যমিকের মোট ৪৭টি বিষয়ে সিলেবাস বদলের আভাস মিলেছে। সেক্ষেত্রে শনিবার এ নিয়ে বৈঠক হওয়ারও কথা আছে বলে জানা যাচ্ছে। বৈঠকে যদি সিদ্ধান্ত হয়, তবে ধাপে ধাপে এ নিয়ে কাজ শুরু করবে সংসদ। উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলের যে প্রয়োজনীয়তা রয়েছে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। প্রায় বছর দশেক হয়ে গিয়েছে পাঠ্যক্রমে কোনোও বদল আসেনি। তাই এবার সংশ্লিষ্ট বিষয়ে তৎপরতা গ্রহণ করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা নতুন পাঠ্যক্রম হাতে পাবেন বলেই কানাঘুষো চলছে শিক্ষামহলে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় লাগু হতে চলেছে একগুচ্ছ নিয়ম
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের তাগিদে বর্তমানে অনেক অভিভাবকরাই তাঁদের সন্তানদের দিল্লি বোর্ডের অধীনস্থ স্কুলগুলিতে ভর্তি করার পক্ষপাতী। তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস যদি সিবিএসসির আদল আসে, তবে অভিভাবক দের একপেশে আগ্রহ কিছুটা কমবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, কেবল সিলেবাস বদল নয়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার চালুর পরিকল্পনা হয়েছে রাজ্যে। সেক্ষেত্রে বার্ষিক বোর্ড পরীক্ষাটি দুটি সেমিস্টারে ভাগ করে নেওয়া হবে।