উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক বৃদ্ধি করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। সেখানে জানানো হয়েছে, প্রধান পরীক্ষক, পরীক্ষক, স্ক্রুটিনিয়র ও কোঅর্ডিনেটরদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে বৃদ্ধি করা হয়েছে পরিবহণ ভাতা (টিএ)।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, আগে যেখানে খাতা দেখার জন্য পাঁচ টাকা করে পেতেন পরীক্ষকেরা সেখানে এবার থেকে খাতা পিছু এক টাকা বৃদ্ধি পেয়ে ছয় টাকা করে পাবেন তাঁরা।পরীক্ষার পর কোনোও পরীক্ষার্থী তাঁদের নম্বরে সন্তুষ্ট না হলে খাতা স্ক্রুটিনি করান। এবার থেকে স্ক্রুটিনির জন্য এক টাকার পরিবর্তে তা বৃদ্ধি পেয়ে ১.৫০ টাকা করা হয়েছে। এর সাথে জানানো হয়েছে, প্রধান পরীক্ষকদের টি.এ (পরিবহণ ভাতা) আগে যা ছিল ২০০/- টাকা। এবার থেকে তা বৃদ্ধি পেয়ে ধার্য করা হয়েছে ২৫০/- টাকা।
চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
দুরত্ব বিচার করে পরীক্ষক ও স্ক্রুটিনিয়রদের টি.এ নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে তা ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, শিবির কো-অর্ডিনেটরদের জন্য আগে যেখানে বরাদ্দ ছিল ১৫০০/- টাকা এখন তা বৃদ্ধি পেয়ে ২০০০/- টাকা করা হয়েছে। এছাড়া, শিবির কোঅর্ডিনেটরদের টি.এ বাবদ আগে দেওয়া হতো ৫০/- টাকা তা বর্তমানে ঠিক করা হয়েছে ১০০/- টাকা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই খাতা দেখার পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন শিক্ষকেরা। এবার সেই দাবি মেনে নিয়ে পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।