শিক্ষার খবর

উচ্চ মাধ্যমিকের দিনেই আয়োজিত হবে একাদশ শ্রেণীর পরীক্ষা! বড় সিদ্ধান্তের পথে সংসদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পূর্ব ঘোষণায় চিন্তিত ছিলেন রাজ্যের কয়েক হাজার স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। এবার কিছুটা হলেও স্বস্তি পেলেন পড়ুয়ারা। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকের পর পর্ষদ-সংসদের তরফে জানানো হয় এগিয়ে আসছে দুই বোর্ড পরীক্ষার সময়। আগের নিয়মে ১১:৪৫-এর বদলে ৯:৪৫ থেকে শুরু হবে মাধ্যমিক। অন্যদিকে, ১২:০০-টার বদলে ৯:৪৫ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। সাধারণত মাধ্যমিক শেষের কয়েক দিনের মাথায় উচ্চ মাধ্যমিক আরম্ভ হয় রাজ্যে। একাদশের পরীক্ষাও চলে সমান তালে। এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষের মত, এবছর থেকে উচ্চ মাধ্যমিকের দিনেই একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হতে পারে।

দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সময় এগিয়ে আসায় আশার আলো দেখেছেন রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির কর্তৃপক্ষ। যেহেতু বেলা বারোটার বদলে ৯:৪৫ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজনের ঘোষণা হয়েছে, সেহেতু দিনের দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজিত হবে বলে মত বিদ্যালয়গুলির। এর আগে বারোটা থেকে উচ্চ মাধ্যমিক হলে সেক্ষেত্রে একাদশ শ্রেণীর পরীক্ষা একদিনে নেওয়া সম্ভব ছিলনা। কিন্তু এখন নতুন সিদ্ধান্তের পর একই দিনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

উচ্চ মাধ্যমিকে

আরও পড়ুনঃ ১৯০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু

রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির তরফে জানানো হয়েছে, তাঁরা উচ্চ মাধ্যমিকের দিনগুলিতেই ক্লাস ইলেভেনের পরীক্ষা নিতে চাইছে। কারণ এরপরই লোকসভা ভোট। তাছাড়া, গ্রীষ্মাবকাশ ছাড়াও স্কুলের বার্ষিক ছুটি দীর্ঘায়িত হয়েছে। তাই আগে পরীক্ষা হলে দ্বাদশ শ্রেণীর পড়াশোনার জন্য বাড়তি সময় পাবেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে, এবছর থেকে একাদশ শ্রেণীর সমস্ত দায়িত্ব সংসদ স্কুলগুলির উপর ছেড়েছে। তাই প্রশ্নপত্র নির্মান থেকে পরীক্ষা পরিচালনা সবটাই সামলাবে স্কুল কর্তৃপক্ষ। তবে একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে শীঘ্রই স্কুলগুলি এ বিষয়ে জানিয়ে দেবে বলে খবর মিলছে।

উচ্চ মাধ্যমিকে

Related Articles