চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ই মার্চ থেকে পরীক্ষা শেষ হয় ২৭শে মার্চ নাগাদ। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় আট লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী। এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, ১০ জুনের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে সংসদের তরফে বক্তব্য, নির্ধারিত সময়ের আগেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেতে পারে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৩
সংসদ সূত্রে খবর, চলতি বছরে অত্যন্ত দ্রুত সম্পন্ন হচ্ছে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার প্রথম ১০ দিনে সব কাজ যেভাবে এগিয়েছে, তাতে ফলাফল প্রকাশের সময়কাল আরও এগিয়ে আসতে পারে। যত তাড়াতাড়ি সকল উত্তরপত্র জমা পড়বে, তত দ্রুত রেজাল্ট প্রকাশ পাবে। সূত্রের খবর, জমা পড়া শুরু হয়েছে মূল্যায়ন হওয়া উত্তরপত্রের নম্বর। ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর জমা পড়ে গিয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল ও মার্কশিট তৈরি করতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করছে সংসদ।
আরও পড়ুনঃ বহু পরীক্ষার্থীর নাম বাতিল করলো WBPSC
প্রসঙ্গত সূত্রের খবর, মে মাসের শেষ সপ্তাহে যাতে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যায় সে বিষয়ে সংসদের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সংসদ সভাপতি। অতএব চলতি মে মাসের মধ্যে নিজেদের রেজাল্ট জেনে যেতে পারেন পরীক্ষার্থীরা। আর কিছুদিনের অপেক্ষা অতি শীঘ্রই ফলাফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
 
				            
 
         
			
 
                                 
                              
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		 
		