উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষায় বিভ্রান্তি। প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ার সাইটে ভাইরাল করার অভিযোগ এল এক পরীক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়া এলাকায়। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়।
জানা গিয়েছে অভিযুক্ত ওই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করেছিল। পরে সে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে ভাইরাল করে দেয় প্রশ্নপত্র। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিভাবে ওই পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করল সে বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে সংশ্লিষ্ট স্কুল থেকে।
আরও পড়ুনঃ আজই দেখে নাও উচ্চ মাধ্যমিক শেষ মুহূর্তের সাজেশন 2024
উল্লেখ্য শুক্রবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা জানানো হয়েছিল কোন প্রকার মোবাইল ফোন বা স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা। প্রত্যেক ইনভিজিলেটর সহ পরীক্ষা কেন্দ্রের ভেনিউ সুপারভাইজারদের এই নির্দেশিকা পাঠিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপরেও এমন ঘটনা নিয়ে যথেষ্ট চাপের মুখে শিক্ষা সংসদ।