বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। এবার থেকে নতুন প্যাটার্নে পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকে এমসিকিউ তথা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে জোর দিচ্ছে বোর্ড। ফলে প্রশ্নপত্রে বাড়ছে এমসিকিউ প্রশ্নের সংখ্যাও। সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমকে ভাগ করা হচ্ছে দুটি ভাগে। দুই সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে ছাত্রছাত্রীদের। একটি বড় পরীক্ষার পরিবর্তে দুটি পরীক্ষা দিতে হবে এবার থেকে। পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে এই নয়া নিয়ম।
পশ্চিমবঙ্গে অনুমোদিত হয়েছে নয়া শিক্ষা নীতি। এই শিক্ষা নীতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তনের আভাস মিলেছে। শিক্ষা দফতর সূত্রে খবর, এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুবার করে পরীক্ষা নেওয়া হবে ছাত্রছাত্রীদের। কিন্তু দ্বাদশ শ্রেণীতে একাদশ শ্রেণীর কোনো মূল্যায়ন গ্রহণ করা হবেনা। প্রতিবছর দুটি সেমিস্টারে দ্বাদশ শ্রেণীর মূল পরীক্ষাকে ভাগ করা হয়েছে। যেখানে প্রথম সেমিস্টারে থাকবে পঞ্চাশ শতাংশ মাল্টিপল চয়েস প্রশ্ন। আর দ্বিতীয় সেমিস্টারটিতে ছোট ও বড় মিলিয়ে প্রশ্ন থাকবে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুনঃ এবার থেকে নতুন সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা
২০২৪ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়ারা এই নয়া সিস্টেমের আওতায় পড়বেন। ২০২৫ সালে নভেম্বর মাসে প্রথম সেমিস্টারটি নেওয়া হবে। এই পদ্ধতিতে দুবারই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। প্রথম সেমিস্টার পরীক্ষা হবে ওএমআর শিটে। এছাড়া সূত্রের খবর, থিওরি পরীক্ষা দুই সেমিস্টারে নেওয়ার সিদ্ধান্ত হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। যদিও গোটা বিষয়টি এখনও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি। অতি শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন পরীক্ষার্থীরা।