মে মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে বলে জানানো হয়েছিল সংসদের তরফে। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান, ২৪ মে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। কিন্তু এবার ফলপ্রকাশের সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, অন্যান্য বারের মতো একই দিনে পরীক্ষার মার্কশিট হাতে পাচ্ছেন না পরীক্ষার্থীরা। যার দরুণ কিছুটা চিন্তা বাড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের।
গত বছর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়েছিল বেলা ১১:৩০ থেকে। বেলা ১২:০০ টা থেকে অনলাইনে চেক করা যাচ্ছিল রেজাল্ট। সেই সময়সূচির হেরফের ঘটিয়ে এবছর আরো পিছিয়ে দেওয়া হল ফলপ্রকাশের সময়। এবছর বেলা ১২ টায় প্রেস কনফারেন্সে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে। বেলা ১২:৩০ থেকে অনলাইনে নম্বর জানা যাবে। জীবনের অন্যতম বড় বোর্ড পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তায় রয়েছেন পরীক্ষার্থীরা। অভিভাবকদের মধ্যেও রয়েছে চাপা টেনশন। তাই ফলপ্রকাশের সময় কিছুটা পিছিয়ে যাওয়ায় আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের।
WBCHSE Higher Secondary Result Check Here:
সাধারণত অন্যান্যবার ফলপ্রকাশের দিনেই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পেয়ে যেতেন পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও একই কাজ করা হয়। কিন্তু এবছর সংসদের তরফে জানানো হয়েছে, দ্রুত ফলপ্রকাশ করা গেলেও মার্কশিটের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তাই ওইদিন মার্কশিট হাতে পাবেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ফলপ্রকাশের দিনের পরিবর্তে ৩১ মে সংসদের ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। স্কুল থেকে ছাত্রছাত্রীরা নিজেদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন।