সবেমাত্র শেষ হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আয়োজিত করা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বেশি নির্বিঘ্নেই কেটেছে। এই বছরে যেহেতু শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটির আয়োজন করা হয়েছিল, তাই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা যথেষ্ট পরিমাণে ছাড় দিয়ে দেখার নির্দেশ দিয়েছে সংসদ। অর্থাৎ এক্ষেত্রে প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীকেই পাস করিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে পরবর্তী বছরে প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে রাজ্যের ছাত্র-ছাত্রীরা। এর মধ্যেই আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে বদল আনল সংসদ।
উচ্চ মাধ্যমিক সিলেবাস (WB HS Syllabus)
সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি আগামী বছর থেকে অর্থাৎ ২০২৬ সাল থেকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার এর মধ্যে বিভাজিত করে দেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষা দিতে যেমন ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে তেমনি পরবর্তী সময়ে কলেজে গিয়ে সেমিস্টার পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতেও ছাত্র-ছাত্রীরা সক্ষম হবে। তবে এবারের উচ্চ মাধ্যমিকের প্রথম অর্ধ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সিলেবাসে পরিবর্তন আনল সংসদ।
মূলত দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে এই পরিবর্তনটি আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন পদ্ধতি মেনে সিলেবাস গঠিত হওয়ার শুরু থেকেই ইংরেজি পাঠ্যক্রমের মধ্যে প্রখ্যাত ইংরেজি লেখিকা ভার্জিনিয়া উলফের ‘এ রূম ফর ওয়ান’স ওন’ গদ্যটি রাখা হয়েছিল। এর পাশাপাশি ছিল অ্যান্টোন চেকঅভ-এর ‘দ্যা বেট’ গল্প এবং মহেশ দাত্ত্বানির ‘তারা’ -নামক নাটকটি। এই প্রত্যেকটি গল্প এবং নাটক তৃতীয় সেমিস্টারের সিলেবাস থেকে বাদ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এর পরিবর্তে সিলেবাসের মধ্যে সংযুক্ত করা হয়েছে জেএম সিঞ্জ-এর ‘রাইডারস টু দ্য সি’। যেটি উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টারেই পড়তে হবে ছাত্র-ছাত্রীদের।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? দেখে নিন বিস্তারিত খবর
অপরদিকে সিলেবাস পরিবর্তন করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে কেমন ভাবে প্রশ্নপত্র তৈরি করা হবে সেই বিষয়েও আভাস দেওয়া হল। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় সেমিস্টারে mcq এবং চতুর্থ সেমিস্টারে বাধ্যতামূলক প্রশ্ন আসবে ছাত্র-ছাত্রীদের জন্য। সংসদের বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের উপর ভিত্তি করে উচ্চমাধ্যমিক পরীক্ষার উভয় সেমিস্টারে ইংরেজি বিষয়ের উপর গদ্য থেকে ৩ নম্বর এবং নাটক থেকে ৫ নম্বরে প্রশ্ন আসবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে
প্রসঙ্গত, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি শেষ হয়েছে মার্চ মাসের ১৮ তারিখে। সংসদের পক্ষ থেকে এই পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সম্পর্কেও ঘোষণা করে দেওয়া হয়েছে। যেখানে চিরাচরিত নিয়ম অবলম্বন করেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের কিছুদিন পরেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। অর্থাৎ এই বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক ২০২৫ এর ফলাফল।