WBCHSE HS Exam Update: দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটির পর অবশেষে রাজ্যের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে এখনো বেশ কিছুটা গরমের প্রকোপ থাকার কারণে বেশ কিছু জেলার স্কুলগুলিতে সকালে ক্লাস শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই জানো যে, ২০২৪ সালে প্রথমবার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন কারিকুলাম সিলেবাসে এবং নতুন পরীক্ষা পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করছে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে আগে থেকেই পরীক্ষার তারিখ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজকের প্রতিবেদনে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হল।
যেহেতু প্রথমবার সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিকে পরীক্ষা শুরু করা হচ্ছে রাজ্যে এবং সেইসঙ্গে পরিবর্তন করা হয়েছে উচ্চ মাধ্যমিকের আংশিক সিলেবাস তাই, ছাত্র-ছাত্রীদের বই দিতে এবং ক্লাস শুরু করতে স্বাভাবিকের তুলনায় কিছুটা দেরি হয়েছে চলতি বছরে। সেই কারণেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একাংশের ধারণা ছিল যে পরীক্ষার সময়সীমা পিছিয়ে দিতে পারে শিক্ষা সংসদ। সেমিস্টার পদ্ধতি শুরু হওয়ার প্রথমেই শিক্ষা সংসদ পরীক্ষার আনুমানিক তারিখ ঘোষণা করেছিল। তৎকালীন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সেপ্টেম্বর মাসেই উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা আয়োজন হবে। শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ শিক্ষার কোর্সের জন্য ‘ABC আইডি’ কিভাবে বানানো হয়?
পূর্বে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা ১৩ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে আয়োজিত হবে। এই পরীক্ষার প্রশ্ন থাকবে MCQ টাইপের এবং এই পরীক্ষা দিতে হবে OMR শীটে। ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলে এই পরীক্ষা দিতে পারবে। ছাত্র-ছাত্রীদের নিজের স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই পরীক্ষার খাতা চেক করবেন। পরীক্ষার খাতা চেক হওয়ার পর অনলাইন মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের হাতে মাত্র তিন মাস সময় রয়েছে পরীক্ষার প্রস্তুতির জন্য। এর মধ্যেই নিজেদের স্কুল মারফত পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবে পড়ুয়ারা।