শিক্ষার খবর

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হল! কবে প্রথম পরীক্ষা? বিজ্ঞপ্তি দিয়ে জানাল শিক্ষা সংসদ

Advertisement

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য নতুন খবর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক স্তরের পঠন-পাঠনে সেমিস্টার সিস্টেম চালু করার বিষয়টি আলোচনার স্তরে ছিল এতদিন। উচ্চ মাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালুর বিষয়ে সুপারিশ করেছিল রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কেন্দ্রীয় শিক্ষানীতির আদলে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু করার পক্ষে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফে।

রাজ্যের শিক্ষা মন্ত্রীর কথায়, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালু করা নিয়ে রাজ্য সরকারকে সুপারিশ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা সংসদ। নতুন এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীতে এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য দ্বাদশ শ্রেণীতে এই সেমিস্টার সিস্টেম চালু করা হবে। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত পরীক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা এই সেমিস্টার সিস্টেমে পঠন-পাঠন করবেন এবং পরীক্ষা দেবেন।

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার

চাকরির খবরঃ উৎকর্ষ বাংলা প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার

২০২৪ সালে যে সমস্ত পরীক্ষার্থী একাদশ শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তারা আগের পদ্ধতিতেই ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে নতুন পদ্ধতিতে পঠন পাঠনের সিলেবাস সম্পর্কে কোন তথ্য উল্লেখ করা হয়নি। তবে খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার সিস্টেমে পঠন-পাঠনের সিলেবাস প্রকাশ করা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বিষয়ে অনুমান করা হচ্ছে যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরই উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সিলেবাস সংক্রান্ত তথ্য জানানো হবে পড়ুয়াদের।

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার

Related Articles