উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এবার ঢুকতে পারবেন না কোন অভিভাবক এবং সিভিক ভলেন্টিয়াররা। পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে আবারও নতুন ঘোষণা করা হলো। রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই একাধিক সিদ্ধান্ত এবং ঘোষণা জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণভাবে নৈতিক রূপে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ। সম্প্রতি অভিভাবক এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশ সংসদের। জানার জন্য অবশ্যই পড়ে নেবেন সম্পূর্ণ প্রতিবেদনটি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫
ছাত্র-ছাত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর এর উপর নির্ভর করে তাদের পেশাদারী জীবন তৈরি হয়। ২০২৫ সালের শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অধিত হতে চলেছে। পরবর্তী বছর থেকে অর্থাৎ ২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে যুগের অবসান কারী এই বছরের পরীক্ষা নিয়ে যথেষ্ট করা মনোভাব প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ।
২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিন গুলিতে সকাল ১০ টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলবে। তবে বিশেষ কিছু পরীক্ষা যেমন- ভিস্যুয়াল আর্টস, মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষাগুলি দু’ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রুটিন ২০২৫
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণাঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে। ছাত্র-ছাত্রীরা যাতে কোন রকম ভাবেই অনৈতিক পদ্ধতি অবলম্বন করতে না পারেন সেই দিকে করা দৃষ্টিপাত করা হচ্ছে। সম্প্রতি একটি ঘোষণা থেকে জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে কোন অভিভাবক প্রবেশ করতে পারবেন না। এমনকি পরীক্ষা চলাকালীন কাছাকাছি অঞ্চলে অপেক্ষা করতে পারবেন না অভিভাবকরা। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের জন্যও পরীক্ষার কেন্দ্রে প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।
এমন সিদ্ধান্তের কারণ কী?
বিগত বেশ কয়েক বছরের ঘটনাক্রম পর্যালোচনা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্তে এসেছে। পরীক্ষা চলাকালীন বিভিন্ন কারণ দেখিয়ে অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রে ঢুকে ছাত্রছাত্রীদের অনৈতিক কাজে সহায়তা করেছেন। এছাড়াও মোবাইল ফোন বা ইলেকট্রনিক গেজেট দিয়ে আসার ঘটনাও প্রকাশ্যে এসেছে। এই কারণে এই বছরে পরীক্ষা চলাকালীন কোন অভিভাবক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে পরীক্ষার কেন্দ্র প্রবেশ করার হলে কেন্দ্রীয় অবস্থিত পুলিশ অফিসারের সঙ্গে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোবাইল নিয়ে কড়া নির্দেশ, নিয়ম না মানলে বাতিল হবে পরীক্ষা
এছাড়াও পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রের আশেপাশে প্রচুর পরিমাণে ভিড় নিবারণের উদ্দেশ্যে উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছর পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্রে কোন অভিভাবক জমায়েত হতে পারবেন না।
অপরদিকে সিভিক ভলেন্টিয়াররা সাধারণত স্থানীয় মানুষ হয়ে থাকেন। ফলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের ব্যক্তিগত পরিচয় থাকতে পারে। কোন সিভিক ভলেন্টিয়ার এর দ্বারা যাতে কোন ধরনের অনৈতিক ঘটনা না ঘটে সেই কারণেই পরীক্ষার কেন্দ্রে সিভিক ভলেন্টিয়ারদের প্রবেশাধিকার দিচ্ছে না সংসদ।