বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচী! এমনই খবরাখবর সামনে এসেছে। জানা গিয়েছে সামান্য হলেও বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচির। আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচী ঘোষণা হতে পারে বলে দাবি রাজ্যের এক মহলের। কিন্তু বিষয়টি নিয়ে সরকারি ভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) -এর তরফে সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি। আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। শেষ হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। তারই মধ্যেই মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়, চলতি বছর দু’বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই-মেন) হতে চলেছে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। পরের মাসে তথা মে মাসে হবে দ্বিতীয় দফার পরীক্ষা।
জে ই ই মেইন পরীক্ষা সূচির সঙ্গে উচ্চ মাধ্যমিকের সূচি মিলে যাওয়াতেই এই সিদ্ধান্ত। কারণ বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জে ই ই মেন পরীক্ষায় বসে। সেইসব পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। মঙ্গলবার কেন্দ্রের তরফে JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে। তবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচীতে তেমন কোনো পরিবর্তন হবে না। সামান্য বদল করা হবে পরীক্ষা সূচীতে। আগামী সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন পরীক্ষা সূচী প্রকাশ করা হবে। তবে পরীক্ষা শুরুর দিন কোনোরূপ পরিবর্তন হবে না। নতুন পরীক্ষা সূচী প্রকাশিত হলে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুনঃ
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম জারি করলো পর্ষদ
আরও পড়ুনঃ
উচ্চ মাধ্যমিক সিলেবাস ২০২২