করোনা তৃতীয় ঢেউ -এর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। করোনা অতিমারী প্রকোপে আগামী দুই বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা না নিয়ে হয়ে ওঠায় এবার সমস্ত করোনা প্রটোকল মেনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনে এই ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হলেও পরীক্ষার্থীদেরকে অন্য স্কুলে সেন্টার মাধ্যমে পরীক্ষা দিতে যেতে হবে না। সমস্ত করোনা বিধি মেনেই পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে।
ইতিমধ্যেই অফলাইনে উচ্চমাধ্যমিকের পরীক্ষা বন্দবস্ত সংসদ শুরু করে দিয়েছে। রাজ্যে প্রায় ৬,৭২৩ টির মতো উচ্চ মাধ্যমিক স্কুল আছে। এবং এই স্কুলগুলিতে ‘হোম সেন্টার’ করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে উচ্চ শিক্ষা দপ্তর। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানান এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলে দেওয়ার সুযোগ পাবে। তবে এখন সম্পূর্ণটাই নির্ভর করছে করোনা পরিস্থিতি কেমন থাকে তার ওপর। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাও হবে পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী।
আরও পড়ুনঃ
পাশাপাশি আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সংসদ সভাপতি জানান, শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল বিষয় থেকে প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। এবং নন ল্যাব প্রজেক্ট নোটবুক গুলি এদিন ২০ জানুয়ারি থেকে সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। সব মিলিয়ে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে।