আর কিছুক্ষণের অপেক্ষা। রাত পোহালেই প্রকাশ পাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফলাফল। মার্চের ২৭ তারিখ পরীক্ষা শেষ হতে ফলপ্রকাশের দিন গুনছিলেন পরীক্ষার্থীরা। সংসদের তরফে প্রথমেই জানানো হয়েছিল, এ বছর অতি দ্রুত প্রকাশ পাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সেই অনুযায়ী তৎপরতা চলে সংসদের দফতরে। জানা যাচ্ছিল, মে মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবু সঠিক দিনক্ষণ কবে তা নিয়ে জল্পনা চলছিল।
মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা হওয়ার পরেই ধারণা করা গিয়েছিল, মে মাসের চতুর্থ সপ্তাহ নাগাদ উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে পারে। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান, আগামী ২৪ মে ২০২৩ ফল ঘোষণা হবে উচ্চমাধ্যমিকের। প্রতিবারের ধারাকে বজায় রেখে এবারেও সাংবাদিক বৈঠকের আয়োজন করে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করা হবে। বেলা ১২ টায় ফল ঘোষণার পর, ১২:৩০ থেকে নিজেদের রেজাল্ট চেক করা যাবে। ৩১ মে উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
কীভাবে দেখবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
নিম্নলিখিত ওয়েবসাইটগুলির মাধ্যমে চেক করা যাবে রেজাল্ট।
১)wbchse.wb.gov.in
২) wbresults.nic.in
৩) www.exametc.com
৪)www.indiaresult.com
আরও পড়ুনঃ মার্কশিট হাতে পাবেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা
চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক ছিল সংসদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হয়। এছাড়া স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ, মেটাল ডিটেক্টরের ব্যবহার, অশান্তি রুখতে ব্যবস্থা নেওয়া সহ আরো নানান নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিছু বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কার্যত নির্বিঘ্নেই সম্পন্ন হয় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার রেজাল্ট কেমন হবে, তা নিয়ে বর্তমানে চিন্তায় রয়েছেন পরীক্ষার্থীরা। Exam Bangla-র পক্ষ থেকে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা। খুব ভালো হোক তোমাদের রেজাল্ট।