এক নজরে
হাতে মাত্র এক ঘণ্টা। তারপরই প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিক ২০২৩-এর ফলাফল। এবছর যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে বসেছিলেন তাঁরা আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের রেজাল্ট জানতে পারবেন। বেলা বারোটায় প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। প্রকাশ করা হবে মেধাতালিকা। বেলা ১২:৩০ টা থেকে ওয়েবসাইট মারফত নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। সেই ওয়েবসাইটগুলির বিবরণ দেওয়া হল এই প্রতিবেদনে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৩ চেক
১) যে ওয়েবসাইটগুলির মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে সেই ওয়েবসাইটগুলিতে প্রথমে ভিজিট করতে হবে পরীক্ষার্থীদের।
২) এরপর উচ্চ মাধ্যমিক ২০২৩-এর রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার লগ ইন ডিটেলস যেমন রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন।
এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অফিসিয়াল লিংকের মাধ্যমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা।
যে যে ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2023 দেখা যাবে
- wbchse.nic.in
- wbresults.nic.in
- www.wbchse.wb.gov.in
- www.exametc.com
- www.indiaresult.com
- www.fastresult.in
চলতি বছরে আঁটোসাঁটো নিরাপত্তায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম থেকেই জারি করা হয় বাড়তি সতর্কতা। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি, অ্যাপের মাধ্যমে নজরদারি, স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ ও সর্বোপরি পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে রাজ্য প্রশাসন। সব মিলিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকে বসেন প্রায় ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হতে ফলাফল জানার অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।