শিক্ষার খবর

উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? ফল প্রকাশের দিনক্ষণ জানালো সংসদ!

Advertisement

রাজ্যে গত ১৪ই মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেন প্রায় ৮ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী। গত ২৭শে মার্চ কার্যত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩। আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সম্প্রতি সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, জুন মাসের ১০ তারিখের মধ্যে প্রকাশ পাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই সময়কেই চূড়ান্ত সময় হিসেবে ধরা হচ্ছে। সংশ্লিষ্ট সময়ের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশে আশাবাদী সংসদ। এর সাথে সংসদ সভাপতির সংযোজন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া চলতি বছরের উচ্চমাধ্যমিক সম্পন্ন হয়েছে নির্বিঘ্নেই।

HS Geography Question PDF 2023: Download Now

join Telegram

প্রসঙ্গত, চলতি বছরে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন তাঁরা কোভিড পরিস্থিতির কারণে মাধ্যমিক দেননি। ফলে তাঁদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা এই উচ্চমাধ্যমিক। এই সকল পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এবারের উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র সহজ করার পরিকল্পনা ছিল বলে জানান সংসদ সভাপতি। এর সাথে আগামী বছরে দুটি নতুন বিষয় চালুর ঘোষণাও করেছেন তিনি।

FB Join

Related Articles