শিক্ষার খবর

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি নিয়ে নতুন ঘোষণা সংসদের! প্রত্যেক সেমিস্টারে পাশ করতে হবে পড়ুয়াদের

Advertisement

আগামী বছরে উচ্চ মাধ্যমিকের পঠন-পাঠন নিয়ে এবার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল পরবর্তী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে। সেক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট দুটি করে সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। দুটি শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা আয়োজন করার কথা জানানো হয়েছে। সেমিস্টার পদ্ধতিতে পঠন-পাঠনের জন্য ইতিমধ্যে সিলেবাস প্রকাশ করা হয়েছে সংসদের পক্ষ থেকে।

এবার আগামী বছরের উচ্চ মাধ্যমিকের বইগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং বায়োলজি বিষয়ের বইগুলি হবে মোট ৩৫০ পৃষ্ঠার। গণিত বই হবে মোট ৫০০ পৃষ্ঠার। ভূগোল বই হবে মোট ২৫০ পৃষ্ঠার। একাউন্টান্সি বিষয়ের বইতে থাকবে মোট ৩০০ টি পৃষ্ঠা। অন্যান্য বিষয়গুলির জন্য প্রতিটি বই হবে মোট ২০০ টি পৃষ্ঠার। প্রতিটি বইতে ফোর কালার অথবা বাই কালার প্রিন্টিং ব্যবহার করা হবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে বন্ধ হবে ‘টেস্ট’ পরীক্ষা

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি

ইতিপূর্বে শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে বিবৃতি জারি করেছিল যে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পাশ না করলেও ছাত্র-ছাত্রীরা পরের পরীক্ষায় বসতে পারবেন। এবার সেই সিদ্ধান্ত বদল করল সংসদ। নতুন সিদ্ধান্তে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের প্রতিটি সেমিস্টারে পাশ করতে হবে। প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হলে দ্বিতীয় সেমিস্টারে এবং তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ হলে চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। তবে প্রতিটি সেমিস্টারের জন্য পাশ নাম্বার কত হবে সেই বিষয়টি এখনো নির্ধারিত হয়নি। লিখিত পরীক্ষা এবং প্রাকটিকেল পরীক্ষা অনুযায়ী প্রত্যেক সেমিস্টারের বিষয়ভিত্তিক পাশ নাম্বার খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

পর্ষদের নতুন এই সিদ্ধান্তে শিক্ষা মহলের একাংশ জানিয়েছেন, পর্ষদ পুনরায় পাশ ফেল নিয়ম চালু করে শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতার বিষয়টি চালু রাখার চেষ্টা করেছে। পাশ ফেল প্রথা চালু থাকলে পড়াশোনার গুনমান বৃদ্ধি পাবে এবং পড়ুয়ারা গুরুত্ব সহকারে প্রতিটি শ্রেণীতে পঠন পাঠন করতে পারবে। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মোট চারটি সেমিস্টারের মধ্যে প্রথম তিনটি সেমিস্টারের ধার্য থাকবে দেড় ঘন্টা সময়। চতুর্থ সেমিস্টারের জন্য বরাদ্দ থাকবে দু’ঘণ্টা সময়। প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্রে কেবলমাত্র MCQ প্রশ্ন থাকবে।

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি

Related Articles