এতদিন পর্যন্ত উচ্চমাধ্যমিক স্তরের যে কোন পুনর্নবীকরণ, নতুন বিষয় সংযোজন, অথবা পঠনপাঠন সম্পর্কিত যাবতীয় কাজের জন্য সল্টলেকে সংসদের অফিসে যেতে হতো। তবে সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই ধরণের কাজগুলি এবার অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে।
সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, এবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে বেশ কিছু অ্যাকাডেমিক অ্যাপ্লিকেশন করা যাবে। স্কুলের নাম ও ঠিকানা পরিবর্তন, Co-Ed পারমিশন, যে কোনো বিষয় পরিবর্তন সহ বেশ কিছু আবেদন এই পদ্ধতিতে পরিচালিত হবে। প্রত্যেক প্রতিষ্ঠানকে নিজেদের ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
আরও পড়ুনঃ মুছে গেল ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব
সংসদ জানায়, এই সংক্রান্ত প্রতিটি পরিবর্তনের জন্য ৫০ টাকা অর্থমূল্য ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৭শে এপ্রিল থেকে এই নয়া ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে। সংসদ অনলাইন পোর্টালে এই ব্যবস্থা সংযুক্ত করতে চলেছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে সংসদের বিজ্ঞপ্তিটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন বিদ্যালয় কর্তৃপক্ষগণ।