একাদশ শ্রেণীর পরীক্ষা সম্বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার সাথেই আয়োজিত হয় একাদশ শ্রেণীর পরীক্ষা। নিজেদের বিদ্যালয়েই পরীক্ষা দেন ছাত্রছাত্রীরা। একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র আসে বোর্ডের তরফে। পরীক্ষার পর খাতা দেখে ফলপ্রকাশ করে স্কুল। এরপর নম্বর পাঠাতে হয় সংসদে। সূত্রের খবর, আর এই প্রক্রিয়াতেই এবার বেশ কিছু রদবদল আনতে চলেছে সংসদ।
এর আগে স্কুলগুলিকে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে বিষয়ভিত্তিক নম্বর দিতে হতো। তারপর সেই ফর্ম পাঠাতে হতো সংসদে। বিভিন্ন স্কুল থেকে পাঠানো এই নম্বর অনলাইন পোর্টালে আপলোড করতো সংসদ। তবে গোটা প্রক্রিয়াটি যথেষ্ট দীর্ঘমেয়াদি ও জটিল হওয়ায় সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার থেকে সব বিদ্যালয়কে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর অনলাইনে আপলোড করতে হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে এই নম্বর আপলোড শুরু হলে জটিলতা কমবে ও প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করছে শিক্ষা দপ্তর
বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত নম্বর আপলোড করা যায়। আর সেখান থেকেই পাওয়া যায় কম্পিউটারাইজড মার্কশিট। বিশেষজ্ঞদের মতামত, একাদশ শ্রেণীর ক্ষেত্রেও যদি সংসদ কম্পিউটারাইজড মার্কশিট দেওয়ার ব্যবস্থা করে তবে আরও সুবিধা হবে। প্রসঙ্গত, একাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিকে ঢেলে সাজাতে চাইছে সংসদ। এর ফলে গৃহীত হচ্ছে নানান পদক্ষেপ।