শিক্ষার খবর

WBCHSE: উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পোর্টাল খুলতে চলেছে শিক্ষা সংসদ

ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে অনলাইন মাধ্যমে সরাসরি উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছে যাচ্ছে। এবার সেই পথেই হাঁটতে চাইছে এই রাজ্যের শিক্ষা সংসদ। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যের স্কুল ও কলেজস্তরের পড়াশোনা সম্বন্ধীয় যাবতীয় কাজকর্ম পরিচালিত হয় অনলাইন মাধ্যমে। রুটিন দেওয়া থেকে শুরু করে রেজাল্ট দেখা সবটাই এখন ঘরে বসে করতে পারেন ছাত্রছাত্রীরা। এমনকি অ্যাডমিট কার্ড প্রদান ও পরীক্ষা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জানতে অনলাইন পোর্টালের উপর নির্ভর করতে হয়। কিন্তু পরীক্ষার কোনও ডকুমেন্ট হারিয়ে গেলে এতদিন পর্যন্ত সংসদের সল্টলেকের দফতরে উপস্থিত হতে হত পড়ুয়াদের। তবে এবার সেক্ষেত্রেও অনলাইন পরিষেবার সুবিধা আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুনঃ বছরে ২ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা 

সম্প্রতি সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী মাস থেকে একটি অনলাইন পোর্টাল চালু করতে চলেছে সংসদ। এই পোর্টালের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত যে কোনও ডকুমেন্টের ডুপ্লিকেট পাওয়ার জন্য আবেদন করা যাবে। এই ‘অনলাইন স্টুডেন্ট পোর্টাল’ চালু হচ্ছে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। ফলে এবার কোনোও গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গেলে আর চারিদিকে ছোটাছুটি করতে হবে না ছাত্রছাত্রীদের। বাড়িতে বসেই নথির প্রতিলিপি চেয়ে আবেদন জানাতে পারবেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে পোর্টাল চালুর বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছিলেন সংসদ সভাপতি। তখনই বলা হয়, পোর্টালটি চালুর কাজ দ্রুত গতিতে চলছে। আর এবার সেই পরিকল্পনার বাস্তবায়নের পথে হাঁটল রাজ্য। গুরুত্বপূর্ণ নথিগুলি যেমন মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ও সার্টিফিকেট হারিয়ে গেলে তাঁর প্রতিলিপি পাওয়া আরও সহজ হল। নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে আবেদন করলে কিছু সময়ের ব্যবধানেই পেয়ে যাবেন ডকুমেন্টের প্রতিলিপি।

উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর

Related Articles