শিক্ষার খবর

উচ্চ মাধ্যমিকে চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ! নতুন নিয়ম চালু হবে আগামী শিক্ষাবর্ষে

উচ্চ মাধ্যমিকে একবার ফেল করলেও মিলবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ। নতুন নিয়মে পরীক্ষার্থীদের পাশ করার সুযোগ মিলবে দুবার। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে নতুন নিয়ম। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাগু হতে চলেছে নতুন নিয়ম। একবারে পাশ না করতে পারলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। সম্প্রতি এমনই এক সিদ্ধান্ত জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই সিদ্ধান্তের পরই ভীষণ খুশি ছাত্রছাত্রীরা। অতি শীঘ্রই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু করতে চলেছে শিক্ষা সংসদ। এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ভাগ হতে চলেছে দুইবার করে চারটি পরীক্ষায়। অর্থাৎ সবমিলিয়ে দুই বছরে চারটি পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের।

সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম। যেখানে আগের মতো বার্ষিক একটি পরীক্ষার বদলে একাদশ শ্রেণীতে দুবার ও দ্বাদশ শ্রেণীতে দুবার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। দ্বাদশের বোর্ড পরীক্ষা দুই সেমিস্টারে ভাগ হবে ও চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে দুটি সেমিস্টারের ফলাফলের উপর। এখানে পরীক্ষার্থীরা যে বিশেষ সুবিধা পাবেন তা হলো, একটি সেমিস্টারের ফল যদি ভালো না হয় সেক্ষেত্রে পরের সেমিস্টারে ভালো নম্বর তুলে উচ্চমাধ্যমিকর রেজাল্ট ভালো করতে পারবেন। বোর্ড সূত্রে খবর, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষাটি হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটি হবে মার্চ মাসে। পরের বছর থেকে যথা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়ারা পাবে একটানা বারো দিনের ছুটি

উচ্চ মাধ্যমিকে চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ

সূত্রের খবর, প্রথম সেমিস্টার পরীক্ষাটিতে যাবতীয় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ভিত্তিক অর্থাৎ এমসিকিউ ধরণের। আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটিতে ছোট ও বড় প্রশ্ন মিলিয়ে প্রশ্নপত্র তৈরি হবে। এছাড়াও জানা যাচ্ছে, এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। সবমিলিয়ে উচ্চমাধ্যমিকে একেবারে নতুন ধাঁচে পরীক্ষা নেওয়া হবে বলে খবর। আপাতত সংসদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত, রাজ্য সরকার সূত্রে খবর আর কয়েক বছরের মধ্যে মাধ্যমিকও হবে সেমিস্টার সিস্টেমে। ধাপে ধাপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার চালু হবে রাজ্যে।

উচ্চ মাধ্যমিকে চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ

Related Articles