উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আধুনিকীকরণের পথে এগোচ্ছে উচ্চ শিক্ষা সংসদ। সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে আগামী বছর থেকেই চালু হতে চলেছে নতুন ব্যবস্থা। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন থেকে অ্যাডমিট প্রদান, সবটাই এবার অনলাইনের মাধ্যমে সারতে চাইছে সংসদ। সেক্ষেত্রে অ্যাডমিটের জন্য পরীক্ষার্থীদের ঝক্কি কিছুটা কমতে পারে। আবার স্কুলগুলির জন্যও গোটা প্রক্রিয়াটি সহজ হবে বলে অভিমত সংসদের। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা হবে বলে জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনকয়েক আগে পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা। তার আগে প্রতিটি স্কুলকে অ্যাডমিট সংগ্রহ করতে হয় সংসদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। প্রতি বছর লাখ লাখ পরীক্ষার্থী বসেন উচ্চমাধ্যমিকে। এই এত সংখ্যক পরীক্ষার্থীর অ্যাডমিট সংগ্রহ ও তার বিতরণ নিঃসন্দেহে একটি বড় প্রক্রিয়া। যার অধিকাংশ দায় বর্তায় স্কুলের উপরেই। কোনো কারণে বিদ্যালয়ের তরফে গাফিলতি হলে তার ফল ভুগতে হয় পরীক্ষার্থীদের। এমনকি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়াও প্রশ্নের মুখে পড়ে। এহেন ঘটনার উদাহরণ দেখা যাচ্ছে সম্প্রতি। এই সকল কারণে পরিস্থিতি বিবেচনা করে গোটা প্রক্রিয়াটিকেই অনলাইন মাধ্যমে পরিচালনা করতে চাইছে সংসদ। সম্প্রতি তারই আভাস দিলেন সংসদ সভাপতি। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা নির্দেশিকা দিয়ে জানানো হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন নির্দেশ দিল হাইকোর্ট
বর্তমানে সব সর্বভারতীয় পরীক্ষাতেই অ্যাডমিট কার্ড অনলাইনে বিতরণ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেন পরীক্ষার্থীরা। পরে তার প্রিন্ট আউট কপিটি নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়। কলেজ ও ইউনিভার্সিটির পরীক্ষাতেও এই পদ্ধতি-তে অ্যাডমিট বিলির ব্যবস্থা হয়। সূত্রের খবর, আগামী বছর থেকে এই পদ্ধতিতেই উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বিতরণ হতে পারে। সেক্ষেত্রে স্কুলে গিয়ে অ্যাডমিট সংগ্রহের বদলে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে ই-অ্যাডমিট কার্ড। যার প্রিন্ট আউট করে পরীক্ষার দিন নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। গোটা প্রক্রিয়াটি ধাপে ধাপে সারা হবে বলে জানানো হয়েছে সংসদের তরফে।
প্রসঙ্গত, শুধু অ্যাডমিট নয় আগামী বছরের উচ্চ মাধ্যমিকে আমূল পরিবর্তন আনার বার্তা দিয়েছে সংসদ। বর্তমান পরীক্ষা পদ্ধতি বদলে আসতে পারে সেমিস্টার। বদল আসবে প্রশ্নপত্রের ধরণেও। সবমিলিয়ে বোর্ড পরীক্ষার নিয়ম বদলাতে তৎপর হয়েছে রাজ্য। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় এটি সুবিধা দেবে বলে আশ্বাস সংসদ সভাপতির। উল্লেখ্য, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ৩১ জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড পাবেন বলেই খবর। পরীক্ষা শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে।