শিক্ষার খবর

HS Examination 2023: উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে ভুল! কি বললেন সংসদ সভাপতি?

Advertisement

মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১৪ই মার্চ উচ্চমাধ্যমিকের প্রথম দিনে ছিল বাংলা পরীক্ষা। এদিকে উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়েই এবার ভুলের অভিযোগ উঠলো। জানা যাচ্ছে, প্রশ্নপত্রে ছাপার ভুলে নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে গিয়েছেন ‘আইএএস’ পরীক্ষায় উত্তীর্ণ!

জানা যাচ্ছে, বাংলা প্রশ্নপত্রের ১০.৪ নম্বর প্রশ্নে নেতাজিকে নিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। সেখানে নেতাজির শিক্ষাগত যোগ্যতার বর্ণনা দিতে গিয়ে ব্রিটিশ যুগের ‘আইসিএস’ এর বদলে ‘আইএএস’ পরীক্ষা লেখা হয়েছে। আসলে নেতাজি ‘আইসিএস’ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যা প্রশ্নপত্রে হয়ে গিয়েছে ‘আইএএস’!

চাকরির খবরঃ রাজ্যে WEBEL -এর মাধ্যমে ৫৮৩ শূন্যপদে কর্মী নিয়োগ

join Telegram

প্রধানত ছাপার ভুলের কারণেই এটি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নপত্রে ভুল থাকা সত্ত্বেও পুরো নম্বর পাবেন না পরীক্ষার্থীরা। ঘটনা প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রবন্ধ লেখার সময় পরীক্ষার্থীরা ‘আইএএস’ লিখলে তাঁদের নম্বর কাটা হবে না। পরীক্ষার্থীদের লেখার মুন্সিয়ানা বিচার করে তাঁদের নম্বর দেওয়া হবে।

ANM & GNM Book 2023

FB Join

Related Articles