রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদের আধিক্য অসন্তোষ তৈরি করে চাকরিপ্রার্থীদের মধ্যে। এই অসন্তোষের আগুন পরিবর্তিত হয় বিক্ষোভে। নিয়োগের দাবিতে স্লোগান তোলেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর শূন্যপদে নিয়োগের পরিসংখ্যান তুলে ধরেন জনগণের সামনে। সরকারি অধিকারিকদের প্রতি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল, দ্রুত সম্পন্ন করতে হবে নিয়োগ প্রক্রিয়া। আর ভোট মিটতেই এবার তৎপর প্রশাসন। একগুচ্ছ শূন্যপদে নিয়োগ মেধাতালিকা প্রকাশ হল বৃহস্পতিবার।
এদিন কয়েক হাজার সরকারি চাকরির মেধাতালিকা প্রকাশ করল রাজ্যের বিভিন্ন দফতর। মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) ও পাবলিক সার্ভিস কমিশন (PSC)- এর তরফে বিভিন্ন পদের নিয়োগ তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। মোট ২৭৪৭টি পদের মেধাতালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেছে ১) WBCS (Ex) Gr C ২৪১ জন ২) ভেটেনারি অফিসার ১৪৫ জন ৩) ক্লার্কশিপের নন জয়েটিং ২২ জনের নাম-সহ বিস্তারিত তালিকা। এছাড়া, রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)-এর তরফ থেকে ১) ১২৫১ জনের ওয়ারলেস অপারেটর ২) ১০৮৮ জন এসআই-এর তালিকা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, শীঘ্রই বিভিন্ন দফতরে নিয়োগের আবেদনপত্র দেবে পাবলিক সার্ভিস কমিশন।
আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার
সম্প্রতি স্বাস্থ্য দফতরের একাধিক পদে নিয়োগের ঘোষণা করে রাজ্য। অন্যদিকে, সরকারি দফতরগুলির শূন্যপদের পরিসংখ্যান সংগ্রহ করা শুরু করেছে নবান্ন। বেশ কিছু শূন্যপদে নিয়োগ হবে সেখানেও। যা কিছুটা আশার আলো দেখাচ্ছে চাকরিপ্রার্থীদের। কিন্তু, ভোটের আগে ঘোষণা হওয়া ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশ না পাওয়ায় কিছুটা হতাশ তাঁরা। তবে, নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে রাজ্যের তৎপরতা দেখে আশা করা যাচ্ছে, অতি শীঘ্রই এ বিষয়ে কোনো নোটিশ জারি করবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন।