ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— WBERC/A-17/6/4792
পদের নাম— Consultants (Regulatory Affairs)
মোট শূন্যপদ— ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পথগুলিতে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে। বিদ্যুৎ দপ্তরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধীকার পাবেন।
মাসিক বেতন— এই পদের মাসিক ধার্য বেতন হল ১,৫০০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে জেলায় গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হবে। নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে তাতে নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়গুলি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে সম্পূর্ণ আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নিতে হবে। সবশেষে মুখ বন্ধ করা খামটি দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে
আবেদনপত্র জমা করার ঠিকানা— Secretary, WBERC, Plot No: AH/5 (2nd & 4th Floor), Premises No: MAR 16-1111, Action Area -1A, New Town, Rajarhat, Kolkata – 700163
আবেদনের শেষ তারিখ— ২৭ মার্চ, ২০২৪।
চাকরির খবরঃ মার্চ মাসে যেসব চাকরির আবেদন চলছে
Official Notification: Download Now
Official Website: Click Here