পশ্চিমবঙ্গে সরকারের হ্যান্ডিক্রাপস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে গ্রুপ-ডি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Group D Experienced For packaging and bearing
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৩,৫০০/- টাকা।
পদের নাম- Junior Assistant Computer and Hardware
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি চাকরির খবর
পদের নাম- Junior Category Manager (Handicrafts-1, Handloom-1), Junior Quality Control Manager-2
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৪,০০০/- টাকা।
পদের নাম- Junior Quality Control Assistant-1, Junior Central Store Assistant-1, Junior Sales Cum Office Assistant-14, Junior Sales Cum Account Assistant-2, Junior Assistant Digital Marketing-1
মোট শূন্যপদ- ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ
পদের নাম- Junior Manager Digital Marketing
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.sc (comp)/ B.E/ BCA/ MCA পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৪,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে Bio Data সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে engagement@manjusha.in ইমেইল আইডি মেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৯ ডিসেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Application Form: Download Now