যেসব প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরে কাজ করার জন্য আগ্রহী, তাদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। wbhealth job
টেকনিকেল সুপারভাইজার (ব্লাড ব্যাংক under NHM)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত/ জীববিদ্যা বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রী কোর্স পাশ করতে হবে। কম্পিউটার জানতে হবে। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ১৭ হাজার ২২০ টাকা।
নিউট্রশনিস্ট (for NRC)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ফুড এন্ড নিউট্রিশন বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রী পাশ করতে হবে। সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে। বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।
বেতন- প্রতিমাসে ২০ হাজার টাকা।
রিহ্যাবিলিটেশন ওয়ার্কার/ ফিজিওথেরাপিস্ট
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ করতে হবে। এবং যেকোন হাসপাতালে অন্তত ২ বছরের সংশ্লিষ্ট বিষয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৫ হাজার টাকা।
ল্যাব টেকনিশিয়ান (under NHM)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত/ বায়োলজিক্যাল সাইন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বা ল্যাবরটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। অথবা, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিগ্রী কোর্স পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ১৭ হাজার ২২০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান (under NACP)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রী কোর্স থাকতে হবে। আবেদনকারীকে কম্পিউটারে দক্ষ হতে হবে। আবেদনকারী গ্রাজুয়েট পাশ হলে, অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং আবেদনকারী ডিপ্লোমা কোর্স পাশ হলে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৩ হাজার টাকা।
ল্যাব টেকনিশিয়ান (under NPCDS)
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে DMLT (Diploma in Medical Laboratory Technology) কোর্স পাশ করতে হবে।
বেতন- প্রতিমাসে ১৭ হাজার ২২০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান (under NPCDS)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে DMLT (Diploma in Medical Laboratory Technology) কোর্স পাশ করতে হবে।
বেতন- প্রতিমাসে ১৭ হাজার ২২০ টাকা।
ল্যাব টেকনিশিয়ান (Thalassaemia)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সমতুল। সঙ্গে DMLT (Diploma in Medical Laboratory Technology) কোর্স পাশ করতে হবে।
বেতন- প্রতিমাসে ১৬ হাজার ৮৬০ টাকা।
বয়স সীমা- উপরোক্ত প্রতিটি ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি– নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.jalpaigurihealth.com/Recruitment ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ১৮ ডিসেম্বর, সকাল ১১ টা থেকে ৩১ ডিসেম্বর, দুপুর ১২ টা পর্যন্ত।