রাজ্য সরকারের হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 3837/HIDCO/Admn-2266/2013
পদের নাম- Data Entry Operator
মোট শূন্যপদ– ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান CA/ B.com (Hons.) করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ
রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
IRCTC -এর মাধ্যমে রাজ্যে নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Joint Managing Director (Admn), WBHIDCO at HIDCO BHABAN, Premises No- 35-1111, Biswa Bangla Sarani, 3rd Rotary,New Town, Kolkata- 700156
আবেদনের শেষ তারিখ- ১০ জানুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক ও হেল্পার নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here