শিক্ষার খবর

ANM GNM 2023: কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া? জানুন বিস্তারিত

Advertisement

ANM GNM Exam 2023: কিছুদিন আগে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে প্রকাশ করা হয়েছিল ANM ও GNM পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিটি। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছিল, ২০২৩ এর ANM ও GNM পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ২ তারিখ নাগাদ। বোর্ড জানায়, পরীক্ষার রেজিস্ট্রেশনের বিষয়ে শীঘ্রই জানানো হবে। সম্প্রতি জানানো হয়েছে, ANM ও GNM ২০২৩ পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৭ই জানুয়ারি থেকে চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে প্রকাশিত ANM ও GNM পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে পরীক্ষার্থীদের বিস্তারিত বিষয়ে জানানো হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন মূল্য, সম্পর্কে বলা হয়। এছাড়া পরীক্ষার সিলেবাস নিয়েও একটি ধারণা দেওয়া হয়েছিল।

চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে রিডার পদে কর্মী নিয়োগ

FB Join

বোর্ড জানায়, পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হলে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (wbjeeb.nic.in) মারফত আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময়ে প্রার্থীদের বৈধ ইমেল আইডি, ফোন নম্বর, আবেদন ফি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সহ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে জমা দিতে হবে। তবে আগের বিজ্ঞপ্তিতে বোর্ড জানায় শীঘ্রই অনলাইনে পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে।

চাকরির খবরঃ রাজ্যের স্কুল হোস্টেলে ‘কুক’ নিয়োগ

বোর্ড জানিয়েছে, ANM ও GNM পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১৭ই জানুয়ারি থেকে চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৪০০/- টাকা দিতে হবে। আর সংরক্ষিত শ্রেণী SC/ST/PWD প্রার্থীদের জন্য আবেদন মূল্য থাকছে ৩০০/- টাকা। প্রসঙ্গত, পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২রা জুলাই, দুপুর ১২:০০ থেকে – ১:৩০ পর্যন্ত। এক্ষেত্রে আগ্রহী পরীক্ষার্থীদের জানানো হচ্ছে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইটটি ফলো করতে।

Apply Now: Click Here

Related Articles