গত ৩০ এপ্রিল (রবিবার) আয়োজিত হয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) 2023। পরীক্ষা শেষ হতে ফলপ্রকাশের অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৩ এর ফলপ্রকাশ করা হবে আজ ২৬ মে (শুক্রবার)। বেলা ২:৩০ নাগাদ সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা হবে। পরীক্ষার্থীরা বিকেল ৪টে থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইট (wbjeeb.nic.in) থেকে ডাউনলোড করতে পারবেন।
রেজাল্ট দেখবেন কিভাবে?
১) প্রার্থীদের প্রথমে (wbjeeb.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার ‘WBJEE Result 2023’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পার্সোনালিটি টেস্টের তারিখ
৩) প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে লগ ইন করতে হবে।
৪) স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত পরীক্ষা চলেছিল। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক ছিল বোর্ড। কড়া নজরদারির পাশাপাশি মেটাল ডিটেক্টর এবং ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবহার করা হয় পরীক্ষা কেন্দ্রগুলিতে। নজর দেওয়া হয়েছিল পরিবহন ব্যবস্থার দিকেও। প্রায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।