প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৩ এর ফলাফল। এদিন ২:৩০ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ফলাফল। গত ৩০ এপ্রিল (রবিবার) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আয়োজিত হয়। পরীক্ষা চলে বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। প্রথম পেপার ছিল অঙ্ক। দ্বিতীয় পেপার ছিল ফিজিক্স ও কেমিস্ট্রি। প্রথম পেপারে প্রশ্ন ছিল ৭৫ টি। আর দ্বিতীয় পেপারের প্রশ্ন সংখ্যা ৮০ টি। এবছর পরীক্ষায় বসেছিলেন মোট ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী।
এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯৯.৪ শতাংশ পরীক্ষার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা ৯৬ হাজার ৯১৩ জন। ডব্লিউবিজেইই (WBJEE) পরীক্ষায় অংশগ্রহণ করেন এই রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যের পরীক্ষার্থীরাও। এবারের উত্তীর্ণদের মধ্যে ৭২ শতাংশ পশ্চিমবঙ্গের আর ২৮ শতাংশ বাইরের রাজ্যের পরীক্ষার্থী।মেধাতালিকায় তিন জন পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ বোর্ডের। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করলেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থানে সোহম দাস। তৃতীয় স্থানে সারা মুখোপাধ্যায়। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী একই স্কুলের ছাত্র।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024
পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় ফল প্রকাশ করলো বোর্ড। আজ বিকেল ৪টে থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল চেক করা যাবে সরাসরি বোর্ডের ওয়েবসাইট (wbjeeb.nic.in) থেকে ও (www.wbjeeb.in) থেকে। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক ছিল বোর্ড। মেটাল ডিটেক্টর, ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবহার-সহ কড়া নজরদারি চলে পরীক্ষা কেন্দ্রগুলিতে।