রেজাল্ট

WBJEE: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তর রিভিউ করাতে চান? জেনে নিন কবে অবধি সুযোগ

Advertisement

গত ৩০ এপ্রিল রবিবার আয়োজিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE 2023)। গত বুধবার পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করেছে বোর্ড। পরীক্ষার্থীরা এই শিট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারবেন। এছাড়া, কোনো উত্তর নিয়ে অসন্তোষ থাকলে সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তর রিভিউ করাতে সুযোগ দেওয়া হচ্ছে।

ওএমআর শিট ডাউনলোড করবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (wbjeeb.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘View and challenge for WBJEE 2023’-এ ক্লিক করতে হবে।

৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

আরও পড়ুনঃ এসএসসি সিজিএল রেজাল্ট ২০২২

৪) স্ক্রিনে ওএমআর শিট দেখতে পাবেন।

৫) এটি ডাউনলোড করে রেখে দিতে পারেন অথবা প্রয়োজনে চ্যালেঞ্জ জানাতে পারেন।

যে সকল পরীক্ষার্থীরা উত্তর রিভিউ করাতে চান তাঁরা আজ ২০ মে বিকেল পর্যন্ত সুযোগ পাবেন। চ্যালেঞ্জ জানানোর জন্য প্রতি উত্তর পিছু ৫০০ টাকা করে জমা দিতে হবে পরীক্ষার্থীদের। জমা পড়া সকল চ্যালেঞ্জগুলি বিবেচনা করে মেধাতালিকা ও পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলি প্রস্তুত করে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উত্তর

Official Notification: Download Now

Related Articles