শিক্ষার খবর

WBJEE: পরীক্ষার্থীদের জন্য সুখবর! বিশেষ ট্রেন পরিষেবা দেবে রেলওয়ে বোর্ড

Advertisement

আগামী ৩০শে এপ্রিল রবিবার আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন (WBJEE) ২০২৩। প্রতিবছর এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন বহু সংখ্যক পরীক্ষার্থী। যার মধ্যে বাইরের রাজ্য থেকেও অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। তাই এই সকল পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার বিশেষ রেল পরিষেবার ঘোষণা করলো রেলওয়ে বোর্ড।

রেলের তরফে জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিশেষ ট্রেনটির নাম ০৩২৫২ পাটনা-হাওড়া পরীক্ষা স্পেশাল। ট্রেনটি ২৯শে এপ্রিল পাটনা থেকে হাওড়া আর ৩০ এপ্রিল হাওড়া থেকে পাটনা পর্যন্ত চলবে। ২৯ তারিখ দুপুর দুটোয় পাটনা থেকে ছেড়ে ওইদিন রাত ১১টা ৪৫ নাগাদ হাওড়া পৌছবে ট্রেনটি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগত পরীক্ষার্থীরা এই ট্রেনে আসবেন। এছাড়া ৩০ তারিখ পরীক্ষা দিয়ে ফেরার জন্যও থাকছে বিশেষ ট্রেন। ০৩২৫২ হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল। এটি হাওড়া থেকে ছাড়বে ৩০ তারিখ রাত ১১টায়। আর পাটনা পৌছবে পরের দিন ১লা মে সকাল ১০ টায়।

আরও পড়ুনঃ কড়া নিরাপত্তার আবরণে WBJEE পরীক্ষা

জয়েন্টের জন্য এই বিশেষ ট্রেনে থাকছে মোট ২৪টি কোচ। যার মধ্যে দ্বিতীয় শ্রেণীর শীততাপ নিয়ন্ত্রিত কামরা দুটি, তৃতীয় শ্রেণীর শীততাপ নিয়ন্ত্রিত কামরা চারটি, ১৪টি স্লিপার, দুটি সাধারণ আর দুটি এসএলআর কামরা। প্রসঙ্গত, বাইরের রাজ্য থেকে জয়েন্টের পরীক্ষার্থীরা প্রতিবার যাতায়াত জনিত নানান সমস্যার সম্মুখীন হন। এছাড়া অতিরিক্ত ভিড়ের ফলেও সমস্যায় পড়েন তাঁরা। আর তাই রেলওয়ে বোর্ডের তরফে এই বিশেষ চিন্তাভাবনা করা হলো।

WBJEE

Related Articles