চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৪ এপ্রিল পর্যন্ত

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন দপ্তরে পরিবেশ বন্ধু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং আরও বিস্তারিত তথ্য জানতে নীচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- পরিবেশ বন্ধু।
মোট শূন্যপদ- ৩ টি। (ST- ১,OBC- ২)
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা বলা হয়নি। তবে প্রার্থীকে শারীরিক গতভাবে অবশ্যই সুস্থ এবং সবল হতে হবে। এছাড়াও বাইরে ঘুরে ঘুরে কাজ করার ক্ষমতা রাখতে হবে। অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ থেকে যেকোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী বেতনক্রম হবে।

[quads id=10]

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার জন্য যেসব ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলি হলো- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে), আইডেন্টি প্রুফ (ভোটার কার্ড/ আধার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি), পাসপোর্ট সাইজের ফটো।

আবেদন ফি- U.R এবং O.B.C প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ১৫০ টাকা এবং প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া অন্য প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি- Read & Write test এবং ফিল্ড টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন করার শেষ তারিখ- ২৪/০৪/২০২২

আরও পড়ুনঃ
রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে
কেন্দ্রীয় সরকারের গ্রূপ-সি কর্মী নিয়োগ
ভারতীয় রিজার্ভ ব্যাংকে চাকরির সুযোগ

[quads id=10]

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ