রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের (WBMSC) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিনটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি অনুযায়ী সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বেতন সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
মোট শূন্যপদ- ৬২ টি।
সিভিল- ৪২ টি। (UR-1, UR (PWD)-3, SC-11, ST-19, OBC B-8)
মেকানিক্যাল- ১৩ টি। (UR-1, UR (PWD)-1, SC-5, ST-3, OBC A-1, OBC B-2)
ইলেকট্রিক্যাল- ৭ টি। (UR (PWD)-2, SC-1, ST-1, OBC A-2, OBC B-1)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ৩৭ বছরের কম হতে হবে।
বেতন- পে লেবেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ ব্যাংকে ৬ হাজার ক্লার্ক নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়াল লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন ফি- আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ জেনারেলদের প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা ও এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন শুরু- ৭ জুলাই ২০২২ তারিখ থেকে শুরু।
আবেদন শেষ- ৬ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ও অন্যান্য নথিপত্র।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
Official Notification
Civil: Download Now
Mechanical: Download Now
Electrical: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here