ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের তরফে মাধ্যমিক পাশ যোগ্যতায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি। শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.- 2023/01/Admin
পদের নাম- MTS (Multi Tasking Staff)
মোট শূন্যপদ- ৫ টি। (UR– ৩ টি, SC– ১ টি, ST– টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের পে লেভেল ৭ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- যোগ্য চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একজোট করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The West Bengal National University Juridical Service, Dr. Ambedkar Bhavan, 12 LB Block, Sector III, Salt Lake, Kolkata- 700106
আবেদন ফি- আবেদন ফি বাবদ SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে ১৫০০/- টাকা এবং বাকী সবার জন্য ২০০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৩।
চাকরির খবরঃ এই মুহূর্তে যে সব চাকরির আবেদন চলছে
Official Notification: Download Now
Official Website: Click Here