রাজ্যে পুলিশে সম্প্রতি বিপুল পরিমান কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পর রাজ্যের মন্ত্রীসভা এই নিয়োগের অনুমোদন দিয়েছে ইতিমধ্যে। সংশ্লিষ্ট মহলের খবর অনুযায়ী মোট দুই দফায় এই নিয়োগ সম্পন্ন হবে। এই ১২ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি ‘র মধ্যে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই শূন্যপদ থাকবে। রাজ্যের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে প্রায় ৮ হাজার ৪০০ শূন্যপদে পুরুষ কনস্টেবল এবং প্রায় ৩ হাজার ৬০০ শূন্যপদে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই মোট শূন্যপদ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এই খবর আসার পর থেকেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের আশায় আছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই শুরু হবে আবেদন প্রক্রিয়া। এরই মাঝে নতুন একটি বিষয় নিয়েও অপ্রস্তুত রাজ্যের চাকরিপ্রার্থীরা। সম্প্রতি রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি মাত্র লিখিত পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। এরফলে পরীক্ষা অপেক্ষাকৃত ঝামেলা মুক্ত হবে এবং দ্রুত সম্পন্ন করা যাবে নিয়োগ প্রক্রিয়া। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় সেক্ষেত্রে কিছুটা স্বস্তির মুখ দেখবেন পরীক্ষার্থীরা। তবে সেক্ষেত্রে পরীক্ষার সিলেবাস কি থাকবে, মোট কত নম্বরের পরীক্ষা হবে, প্রিলিমিনারী এবং মেন্ পরীক্ষার সিলেবাস একত্রে করা হবে কি না সে বিষয়ে স্পষ্ট কোনো বিবৃতি দেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। তাই বিষয়টি নিয়ে ধন্ধে রয়েছেন চাকরিপ্রার্থীরা।
বিগত ৩ বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা বইয়ের চতুর্থ সংস্করণ প্রকাশিত হতে চলেছে 👇👇👇
আরও পড়ুনঃ চলতি মাসেই নিয়োগপত্র হাতে পাবেন ১১,৭৬৫ জন প্রাথমিক শিক্ষক
আশা করা হচ্ছে এই বিষয়গুলি পরিষ্কার হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর। সেজন্যই বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা। সূত্র মারফৎ খবর ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশ পেতে পারে ১২ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। অনুমান করা হচ্ছে লোকসভা ভোটের আগেই এই নিয়োগের প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সেক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আনুমানিক মার্চ মাস নাগাদ ঘোষণা হবে লোকসভা ভোট। তাই ফেব্রিয়ারি মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা প্রবল। এদিকে রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে বয়সের বিশেষ ছাড় দেওয়ার আবেদন উঠছে এই নিয়োগের ক্ষেত্রে। এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে বোর্ডের পক্ষ থেকে অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এই সংক্রান্ত আপডেট এলে সবার প্রথম জানতে পারবেন আমাদের ওয়েবসাইট মারফৎ।