পঞ্চায়েত ভোটের কারণে পিছিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভোটের আগে বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড জানায়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে পরীক্ষা। পরবর্তীতে দিনক্ষণ ঠিক হলে ফের নোটিশ দিয়ে জানানো হবে পরীক্ষার্থীদের। পঞ্চায়েত নির্বাচনের ফলে তীব্র অশান্তি চলে রাজ্য জুড়ে। তাই ভোট পর্ব মেটার কিছুদিন পর স্থগিত হওয়া পরীক্ষা ফের আয়োজনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। এদিন বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা (wbpolice.gov.in) থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারবেন।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কলকাতা পুলিশের ডিপার্টমেন্টাল পরীক্ষা হওয়ার কথা ছিল ভোটের আগে। কিন্তু কারণবশত এটির তারিখ পরিবর্তন করা হয়। ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য এই পরীক্ষার আয়োজন করে বোর্ড। সম্প্রতি বোর্ড জানিয়েছে, নতুন সূচি অনুসারে সংশ্লিষ্ট পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৬ অগাস্ট ২০২৩ রবিবার (06/8/23)। ওইদিন প্রথম পর্বে আয়োজিত হবে ASI/LASI (UB)-এর লিখিত পরীক্ষা যা চলবে বেলা ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত। আর দ্বিতীয় পর্বে আয়োজিত হবে ASI (AB)-এর লিখিত পরীক্ষা যা চলবে দুপুর ২.৪৫ থেকে বিকেল ৪টে পর্যন্ত।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগের ঘোষণা
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষার দিন বোর্ডের তরফে দেওয়া অ্যাডমিট কার্ডটি নিয়ে এক্সাম হলে আসতে হবে পরীক্ষার্থীদের। তাই যারা এখনও অ্যাডমিট ডাউনলোড করেননি, তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নেবেন। পরীক্ষায় ওএমআর শিটে লিখতে হবে পরীক্ষার্থীদের। সংক্ষিপ্ত ও বর্ণনামুলক উভয় ধরণের প্রশ্নই থাকবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন