পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে রাজ্য পুলিশে কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগের বিষয়টি চর্চায় আছে বহুদিন। মন্ত্রিসভার বৈঠকের পর স্পষ্ট হয়েছে নিয়োগের বিষয়টি।
এদিন বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার মধ্যে আছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিতে গ্রুপ- ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ। সম্প্রতি আরও খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য পুলিশে ১২ হাজার শুন্যপদে কনস্টেবল নিয়োগের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে উক্ত বৈঠকে। জানা যাচ্ছে যে, এই নিয়োগের ক্ষেত্রে ৩ হাজার ৬০০ টি পদ সংরক্ষিত রাখা হচ্ছে মহিলা কনস্টেবলদের জন্য। বাকি ৮ হাজার ৪০০ টি শূন্যপদ রাখা হচ্ছে পুরুষ কনস্টেবলদের জন্য।
WBP কনস্টেবল নিয়োগের সব আপডেট পেতে টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇
আরও পড়ুনঃ পঞ্চায়েত স্তরের ৭ হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু
সংশ্লিষ্ট মহল সূত্রে খবর, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ। সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেক্ষেত্রে লোকসভা ভোটের পরেই সংশ্লিষ্ট নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। দীর্ঘদিন ধরে এই নিয়োগের অপেক্ষায় আছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। অবশেষে নিয়োগের খবর আশায় খুশি তাঁরা। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর ফর্ম ফিলাপের জন্য অপেক্ষা করে আছেন রাজ্যের কয়েক লক্ষ চাকরিপ্রার্থী।