এক নজরে
পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। ৩৭৩৪ টি শূন্যপদে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ করা হবে। যারমধ্যে ৩৪৬৪ টি পদ রাখা হয়েছে পুরুষদের জন্য এবং ২৭০ টি পদ রাখা হয়েছে মহিলাদের জন্য। এই নিয়োগের আবেদন চলবে ১ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত। অপরদিকে রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে ১১,৭৪৯ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এখানে ৮২১২ টি রাখা হয়েছে পুরুষদের জন্য এবং ৩৫৩৭ টি পদ রাখা হয়েছে মহিলাদের জন্য। এই দুটি নিয়োগ মিলিয়ে মোট ১৫,৪৮৩ টি শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের পরীক্ষা আয়োজন করা হবে খুব তাড়াতাড়ি।
WBP Constable Best Book 2024
বলাবাহুল্য এত সংখ্যক শূন্যপদে কয়েক লক্ষ চাকরিপ্রার্থী আবেদন জানাবেন। বহু সংখ্যক আবেদনকারীর মধ্যে আপনি যদি নিজের জায়গা করে নিতে চান তাহলে প্রথম থেকেই সঠিক ভাবে, সিলেবাস অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি শুরু করার জন্য আপনার চাই একটি সেরা বই। যে বইটি বিশেষভাবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য উপযোগী হবে। যেই বইতে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ বিষয়বস্তু সহ পরীক্ষায় আসতে পারে এমন কমনযোগ্য প্রশ্নোত্তর থাকবে। আজকের প্রতিবেদনে সেরকমই একটি বইয়ের কথা শেয়ার করলাম।
পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ পরীক্ষার সেরা বই
Exam Bangla Publication প্রকাশিত Constable & SI – 2 in 1 Suggestion বইটি পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য উপযুক্ত একটি বই। বিগত তিন বছর লাগাতার এই বইটি পশ্চিমবঙ্গের পুলিশ চাকরিপ্রার্থীদের সেরা পছন্দ। বিগত পুলিশ পরীক্ষাগুলিতে রাজ্যের কয়েক হাজার চাকরিপ্রার্থী কোনো প্রকার কোচিং সেন্টারের সাহায্য না নিয়ে কেবলমাত্র এই বইটি থেকে প্রস্তুতি নিয়ে সাফল্য অর্জন করেছেন।
✅ বইটির বৈশিষ্ট
১. বইটির বাইন্ডিং কোয়ালিটি এবং পেজ কোয়ালিটি খুবই ভালো। প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো হওয়ার জন্য বইটি পড়তে কোনোপ্রকার অসুবিধে হয় না।
২. পরীক্ষার প্যাটার্ন যাতে পরীক্ষার্থীরা ভালো ভাবে বুঝতে পারে সেজন্য বিগত পরীক্ষার প্রশ্নগুলি এই বইতে দেওয়া হয়েছে উত্তর সহ। গণিতের প্রশ্নগুলির সবচেয়ে সহজ সমাধান এই বইতে দেওয়া হয়েছে।
৩. মনে রাখার সুবিধার্থে গুরুত্ত্বপূর্ণ বিষয়গুলি টেবিল আকারে সাজানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে সেগুলি পড়ে নিতে পারেন এবং বিষয়গুলি তাদের মনে রাখতে সুবিধা হয়।
৪. প্রতিটি বিষয়ের ওপর সর্বাধিক প্রয়োজনীয় প্রশ্নোত্তর এই বইতে দেওয়া হয়েছে। স্ট্যাটিক জিকে থেকে প্রয়োজনীয় বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে। অতিরিক্ত বিষয় যুক্ত করে বইটিকে মোটা করার চেষ্টা করা হয়নি।
৫. প্রত্যেকটি বিষয়ের ওপর সাজেস্টিভ প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এই বইটিতে। পরীক্ষার প্রস্তুতিতে এই প্র্যাকটিস সেটগুলি বিশেষ সহায়ক হবে।
৬. এই বইতে সবচেয়ে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। ২০২৪ সালের বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা দেওয়া হয়েছে।
৭. বিগত বছরের পরীক্ষাগুলিতে এই বই থেকে ৫৬% -এর বেশি প্রশ্ন সরাসরি কমন এসেছে। এছাড়াও বহু প্রশ্নের টাইপ কমন এসেছে।
চাকরির খবরঃ রাজ্য পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ
✅ বই থেকে কমন আসা কিছু প্রশ্ন
1.প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? (Page No.- 127)
2.1885 সালের কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? (Page No.- 93)
3.ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? (Page No.- 149)
4.হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? (Page No.- 113)
5.কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? (Page No.- 87)
6.সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? (Page No.- 69)
7.2023 সালে মহিলা U-19 T-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? (Page No.- 40)
8.নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? (Page No.- 104)
9.কাতারে অনুষ্ঠিত FIFA বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? (Page No.- 44)
10.ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? (Page No.- 187)
11.পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? (Page No.- 75)
12.SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী? (Page No.- 128)
13.ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কী? (Page No.- 16)
14.সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? (Page No.- 132)
15.শিখদের পঞ্চ ক কার ধারণ করার নির্দেশ কোন ধর্ম গুরু দেন? (Page No.- 82)
16.পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল? (Page No.- 84)
17.একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? (Page No.- 223) (100% Common)
18.একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। স্রোতের গতিবেগ কত (কিমি/ ঘন্টা)? (Page No.- 247) (Type Common)
19.রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? (Page No.- 234) (Type Common)
20.সময়মত বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময়মত বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? (টাকায়) (Page No.- 235) (Type Common)
21.গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোন পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হরে কমাতে হবে? (Page No.- 234) (100% Common)
চাকরির খবরঃ কলকাতা পুলিশের ৩৭৩৪ শূন্যপদে কনস্টেবল নিয়োগে
22.999 88/99×99=? (Page No.- 217) (100% Common)
23.কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর শতকরা কত ছাড় পেলেন? (Page No.- 227) (Type Common)
24.কত টাকার 60%,90 টাকার 83 1/3% -এর সমান? (Page No.- 233) (Same Concept)
25.কোন টাকা 20 বছরে সুদে-আসলে 3 গুণ হয়। বার্ষিক সুদের হার কত? (Page No.- 239) (Type Common)
26.A∶B=3∶4,B∶C=6∶5 হলে, A∶C -এর মান কত? (Page No.- 248) (Same Concept)
27.শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দি এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? (Page No.- 237) (Type Common)
28. ‘+’ মানে ‘÷’,’-‘ মানে ‘×’,’÷’ মানে – এবং ‘×’ মানে ‘+’ বসালে 67×119+17-27÷259=? (Page No.- 305) (Type Common)
29. I=9 এবং SLIP=56 হলে, TASK=? (Page No.- 290)
30.UNDERSTANDING শব্দটির বর্ণগুলি কে বামদিক থেকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাঁদিক থেকে অষ্টম বর্ণ কোনটি? (Page No.- 297) (Same Concept)
✅ বইয়ের নাম এবং লেখকের নাম
বইটির নাম হলো Constable & SI 2 in 1 Suggestion, বইটি প্রকাশ করেছে Exam Bangla Publication। বইটির লেখক দেবজ্যোতি রায়, যিনি দীর্ঘ ১৫ বছরের বেশি সময়কাল ধরে কম্পিটিটিভ পড়ানোর ক্ষেত্রে যুক্ত রয়েছেন। বর্তমানে দেবজ্যোতি রায় সাঁকোয়া জি.সি. হাই স্কুল (এইচ.এস.) -এ সহ শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
WBP Constable Syllabus 2024
চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই জানেন পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। এবারের নিয়োগে একটি মাত্র লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষাটি হবে মোট ৮৫ নম্বরের। পরীক্ষায় জেনারেল অ্যাওয়ার্নেস ও জেনারেল নলেজ বিষয় থেকে ২৫ নম্বরের, ইংরেজি বিষয় থেকে ১০ নম্বরের, এলিমেন্টারি ম্যাথেমেটিক্স (মাধ্যমিক স্তরের) বিষয় থেকে ২৫ নম্বরের এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস বিষয় থেকে ২৫ নম্বরের প্রশ্ন আসবে। এরপরেই পরীক্ষার্থীদের মাঠ পরীক্ষা হবে। মাঠ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে জেনে রাখা উচিত কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের পদ্ধতিতে কোনও পরিবর্তন করা হয়নি। চাকরিপ্রার্থীরা কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য পুরানো পদ্ধতিতে পরীক্ষা দেবেন। কলকাতা পুলিশ নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মাঠ পরীক্ষা, মাঠের পর মেন্ পরীক্ষা এবং সবশেষে ইন্টারভিউ আয়োজন করা হবে। এখানে পরীক্ষার দুটি সিলেবাসেও কোনও পরিবর্তন করা হয়নি।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪
✅ বইটি কীভাবে অর্ডার করবেন?
অফলাইনে আপনার নিকটবর্তী যেকোনো দোকানে বইটি আপনি পেয়ে যাবেন। যদি অফলাইনে পেতে অসুবিধে হয় সেক্ষেত্রে আপনি ফ্লিপকার্ট অথবা আমাজনে অর্ডার করতে পারবেন। অনলাইনে অর্ডার করার লিঙ্ক প্রতিবেদনের নীচে দেওয়া হল। তবে সবচেয়ে কম দামে বইটি অর্ডার করতে চাইলে আপনারা Exam Bangla Publication -এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
Book Title: Constable & SI 2 in 1 Suggestion
Publisher: EXAM BANGLA PUBLICATION
Author: Debajyoti Ray. M.Sc., B.Ed. Assistant Teacher, Sankoa G.C. High School (H.S.)
➡️ Amazon: Buy Now ➡️ Flipkart: Buy Now ➡️ EB Pub: Buy Now