পরীক্ষা প্রস্তুতি

WBP Constable Exam Pattern 2024 | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা পদ্ধতি ২০২৪

Advertisement

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ১১ হাজার ৭৪৯ শূন্যপদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার মধ্যে ৮ হাজার ২১২ টি পদ কনস্টেবলদের জন্য এবং ৩ হাজার ৫৩৭ টি পদ লেডি কনস্টেবলদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন চলবে আগামী ৫ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের পদ্ধতি বেশ কিছু বদল করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক পরীক্ষার্থীর মনে এখনও সংশয় আছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে পরীক্ষা পদ্ধতি সহ পূর্ণাঙ্গ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

WBP Constable Exam Pattern 2024

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ মূলত চারটি ধাপের পরীক্ষার মাধ্যমে আয়োজন করা হত। এতদিন যাবৎ প্রথম পর্যায়ে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে শারীরিক যোগ্যতর পরীক্ষা অর্থাৎ মাঠ পরীক্ষা, তৃতীয় পর্যায়ে মূল বা মেন্ লিখিত পরীক্ষা এবং চতুর্থ অর্থাৎ অন্তিম পর্যায়ে ইন্টারভিউর আয়োজন করা হত। সাম্প্রতিক WBP Constable & Lady Constable Recruitment 2024 -এর নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ কিছু বদল করা হয়েছে। দুটি লিখিত পরীক্ষার বদলে একটি মাত্র লিখিত পরীক্ষা আয়োজিত হবে এবারের নিয়োগ প্রক্রিয়ায়। কিভাবে এই পরীক্ষা গুলি ধাপে ধাপে আয়োজিত হবে দেখে নেওয়া যাক।

প্রথম ধাপ (লিখিত পরীক্ষা)

এতদিন যাবৎ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রথম প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হত। এবারের নিয়োগে যেহেতু একটি মাত্র লিখিত পরীক্ষা হবে তাই সবার প্রথমে লিখিত পরীক্ষা আয়োজিত হবে। সংশ্লিষ্ট লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের। উল্লেখ্য, এই পরীক্ষাটি পূর্ববর্তী মেন্ পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে। এই পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বিষয় থেকে ২৫ নম্বরের, ইংরেজি বিষয় থেকে ১০ নম্বরের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স (মাধ্যমিক স্তরের) বিষয় থেকে ২৫ নম্বরের এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস বিষয় থেকে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্য পুলিশে ১১ হাজার কনস্টেবল নিয়োগের আবেদন চলছে

WBP Constable Exam Pattern 2024

দ্বিতীয় ধাপ (মাঠ পরীক্ষা)

মাঠ পরীক্ষা বা শারীরিক যোগ্যতার পরীক্ষা দুটি ধাপে বিভক্ত। প্রথমটি হল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে প্রার্থীদের উচ্চতা, ওজন এবং চাটির পরিমাপ দেখা হয়। দ্বিতীয়টি হল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে প্রার্থীদের শারীরিক কর্ম ক্ষমতা যাচাই করা হয়। মাঠ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।

  • Physical Mesurment Test

➥ পুরুষ বিভাগে গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি এবং ছাতি ৭৬ সেমি লাগবে। সাধারণ ও অন্যান্যদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি এবং ছাতি ৭৮ সেমি লাগবে।
➥ মহিলা বিভাগে গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি লাগবে। সাধারণ ও অন্যান্যদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি লাগবে।
➥ তৃতীয় লিঙ্গের প্রার্থীদের মধ্যে গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেমি, ওজন ৪৮ কেজি লাগবে। সাধারণ ও অন্যান্যদের ক্ষেত্রে উচ্চতা ১৬৩ সেমি, ওজন ৫২ কেজি লাগবে।

  • Physical Efficiency Test

➥ পুরুষদের ১৬০০ মিটার দৌড় – ৬ মিনিট ৩০ সেকেন্ড সময় সীমার মধ্যে সম্পূর্ণ করতে হবে।
➥ মহিলাদের ৮০০ মিটার দৌড় – ৪ মিনিট সময় সীমার মধ্যে সম্পূর্ণ করতে হবে।
➥ তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৮০০ মিটার দৌড় – ৩ মিনিট ৩০ সেকেন্ড সময়সীমার মধ্যে সম্পূর্ণ করতে হবে।

লাগাতার ৩ বছর ধরে বাজারের সেরা বই এক্ষুনি অর্ডার করুন 👇👇

WBP Constable Exam Pattern 2024

তৃতীয় ধাপ (ইন্টারভিউ)

মাঠ পরীক্ষা অর্থাৎ শারীরিক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টের ক্রমিক নম্বর অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।

WBP Constable Exam Pattern 2024

Related Articles