এক নজরে
WBP Constable Practice Set 2024:পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 1
1. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
[A] দেব পাল
[B] ধ্রুব
[C] ধর্মপাল
[D] বল্লাল সেন
2. বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?
[A] নিউ দিল্লি
[B] জেকোবাবাদ
[C] ইসলামাবাদ
[D] আবুধাবি
3. রঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন?
[A] কানহেয়া মিশল
[B] ভেঙ্গি মিশল
[C] সুকারচাকিয়া মিশল
[D] গোবিন্দ মিশল
4. হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন—
[A] জি এল নন্দ
[B] ভি ভি প্যাটেল
[C] এম এম যোশি
[D] দাদাভাই নওরোজী
5. নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল?
[A] TVA
[B] AFC
[C] DDC
[D] কোনোটিই নয়
6. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল—
[A] মার্মা গাঁও ডক, মুম্বাই
[B] হিন্দুস্থান শিপইয়র্ড, বিশাখাপত্তনম
[C] গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
[D] কোচিন শিপইয়ার্ড, কচি
7. যে পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায়—
[A] সরেখ ঐচ্ছিক
[B] অরেখ অনৈচ্ছিক
[C] অরেখ ঐচ্ছিক
[D] সরেখ অনৈচ্ছিক
8. কাঁদানে গ্যাস হল—
[A] ক্লোরোপিকরিন
[B] নাইট্রাস অক্সাইড
[C] নাইট্রোজেন
[D] নাইট্রিক অক্সাইড
9. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?
[A] জাকার্তা
[B] নিউইয়র্ক
[C] ল্যাসেন
[D] হেগ
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য বাজারের সেরা বই 👇👇
10. কোন রাজ্য ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করল?
[A] পশ্চিমবঙ্গ
[B] ছত্রিশগড়
[C] কর্ণাটক
[D] ঝাড়খন্ড
🟢 ANSWER KEY
1. [C] 2. [B] 3. [C] 4. [A] 5. [A] 6. [D] 7. [A] 8. [A] 9. [D] 10. [A]