এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 5
1. 1773 সালে রেগুলেটিং আইনের সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
[A] লর্ড লিট
[B] লর্ড নর্থ
[C] জন স্টুয়ার্ট
[D] আল অব ব্যাথাম
উত্তরঃ [B] লর্ড নর্থ
2. রাজাজী ফর্মুলা কবে পেশ করা হয়?
[A] 1940
[B] 1942
[C] 1943
[D] 1944
উত্তরঃ [D] 1944
3. পাহাড়ী অঞ্চলের জলে স্ফুটনাঙ্ক—
[A] সমুদ্র পৃষ্ঠের সমান
[B] সমুদ্র পৃষ্ঠের তুলনায় কম
[C] সমুদ্র পৃষ্ঠের তুলনায় বেশি
[D] বরফের গলনাঙ্কের সমান
উত্তরঃ[B] সমুদ্র পৃষ্ঠের তুলনায় কম
4. দীপবংশ ও মহাবংশ থেকে কাদের বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়?
[A] বুদ্ধদেব, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক
[B] বুদ্ধদেব, মহাবীর ও বিম্বিসার
[C] বুদ্ধদেব, মহাবীর ও প্রসেনজিৎ
[D] বুদ্ধদেব, বিম্বসার ও অজাতশত্রু
উত্তরঃ [A] বুদ্ধদেব, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক
5. ভবভূতি কোন রাজার সভাকবি ছিলেন?
[A] কনৌজরাজ যশোবর্মন
[B] প্রতিহাররাজ প্রথম মহেন্দ্রলাল
[C] পালরাজ দেবপাল
[D] কামরূপরাজ ভাস্করবর্মন
উত্তরঃ [A] কনৌজরাজ যশোবর্মন
6. কেপ্রথম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তৈরী করেন?
[A] আলাউদ্দিন খিলজি
[B] বলবন
[C] ফিরোজশাহ তুঘলক
[D] ইলত্যুমিস
উত্তরঃ [C] ফিরোজশাহ তুঘলক
7. বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কত খ্রিষ্টাব্দে?
[A] 1374
[B] 1336
[C] 1347
[D] 1363
উত্তরঃ [C] 1347
8. ধর্মাতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
[A] মহম্মদ ঘোরি ও জয়চাঁদ
[B] ঔরঙ্গজেব ও দারাশিকোহ
[C] বাবর ও আফগান
[D] আহম্মদ শাহ দুরানি ও মারাঠা
উত্তরঃ [B] ঔরঙ্গজেব ও দারাশিকোহ
9. ঔরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা নেতৃত্ব কার হাতে হস্তান্তরিত হয়েছিল?
[A] শম্ভাজী
[B] রাজারাম
[C] জিজা বাঈ
[D] তারা বাঈ
উত্তরঃ [D] তারা বাঈ
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য বাজারের সেরা বই 👇👇
10. ভারতীয় উপনিবেশে প্রথম পর্তুগীজ ভাইসরয় ছিলেন—
[A] বার্থালোমিউ দিয়াজ
[B] ভাস্কোদাগামা
[C] আলমেডা
[D] আলবুকার্ক
উত্তরঃ [C] আলমেডা