এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 9
1. মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রত্রের জন্য কতদিন অতিক্রান্ত করে ডান্ডি পৌঁছেছিলেন?
(A) 24
(B) 36
(C) 12
(D) 6
উত্তরঃ(A) 24
2. নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন?
(A) বি.সি. পাল
(B) বিধলভাই প্যাটেল
(C) ভগৎ সিং
(D) বাল গঙ্গাধর তিলক
উত্তরঃ(C) ভগৎ সিং
3. রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ধারনাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) ইংল্যান্ড
(C) সোভিয়েত রাশিয়া
(D) ফ্রান্স
উত্তরঃ(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
4. ব্রিটিশদের প্রথম বাণিজ্য জাহাজ হেক্টর যা সুরাট বন্দরে এসেছিল। তার প্রধান ক্যাপ্টেন কে ছিলেন?
(A) পল ক্যানিং
(B) উইলিয়াম হকিন্স
(C) থমাস রো
(D) জেমস ল্যাঙ্কাস্টার
উত্তরঃ(B) উইলিয়াম হকিন্স
5. সংবিধান অনুসারে ভারত হল—
(A) ধর্মীয় রাষ্ট্র
(B) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র
(C) ধনতান্ত্রিক রাষ্ট্র
(D) রাজতান্ত্রিক রাষ্ট্র
উত্তরঃ(B) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র
7. দলত্যাগ বিরোধী – আইন ভারতীয় সংবিধানের কোন সংশোধনে বলা হয়েছে?
(A) দ্বিতীয় তফশীল
(B) দশম তফশীল
(C) তৃতীয় তফশীল
(D) চতুর্থ তফশীল
উত্তরঃ(B) দশম তফশীল
8. লোকসভার প্রথম ডেপুটি স্বীকারের নাম কি ছিল?
(A) এম. এ. আয়াঙ্গার
(B) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(C) এ.কে. গোপালন
(D) বল্লভভাই প্যাটেল
উত্তরঃ(A) এম. এ. আয়াঙ্গার
9. কার কাছে সংবিধান সংশোধনের ক্ষমতা ন্যাস্ত রয়েছে?
(A) প্রতিরক্ষা মন্ত্রক
(B) প্রধানমন্ত্রীর অফিস
(C) সংসদ
(D) সেবি
উত্তরঃ(C) সংসদ
নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের সেরা গাইড বই 👇👇
10. ভারতের নতুন অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হয়—
(A) 1990
(B) 1991
(C) 1992
(D) 1989
উত্তরঃ(B) 1991