এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 12
1. সামাজিক বনসৃজন কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়?
[A] চতুর্থ
[B] ষষ্ঠ
[C] দ্বিতীয়
[D] অষ্টম
উত্তরঃ[B] ষষ্ঠ
2. অশোকের সমসাময়িক তুরাময় কোথাকার শাসক ছিলেন?
[A] মিশর
[B] কোরিয়া
[C] ম্যাসিডোনিয়া
[D] সিরিয়া
উত্তরঃ [A] মিশর
3. নিম্নলিখিত কোন রাজবংশের সমসাময়িক হলেন আর্যভট্ট?
[A] মৌর্য
[B] কুষান
[C] সাতবাহন
[D] গুপ্ত
উত্তরঃ [D] গুপ্ত
4. নীচের কোন বইটি কালিদাস লেখেননি?
[A] মেঘদূতম
[B] কুমারসম্ভবম
[C] উত্তরামাচরিতম
[D] ঋতুসংহার
উত্তরঃ [C] উত্তরামাচরিতম
5. কোন শাসকের সময়ে পারসিক পর্যটক ‘আব্দুর রাজ্জাক’ ভারতে এসেছিলেন?
[A] প্রথম দেব রায়
[B] প্রথম কৃষ্ণ দেব রায়
[C] দ্বিতীয় দেব রায়21
[D] দ্বিতীয় কৃষ্ণ রায়
উত্তরঃ [C] দ্বিতীয় দেব রায়
6. গান্ধীর প্রিয় ভক্তিগীতি “বৈষ্ণব জন তো….” কার রচনা?
[A] নরসি মেহেতা
[B] প্রেমচাঁদ
[C] চুনিলাল
[D] ধার্মিক লাল
উত্তরঃ [A] নরসি মেহেতা
7. প্রথম কত সালের 26 জানুয়ারী স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়?
[A] 1930
[B] 1929
[C] 1942
[D] 1946
উত্তরঃ [A] 1930
8. বাল গঙ্গাধর তিলকের রাজনৈতিক গুরু কে ছিলেন?
[A] স্বামী বিবেকানন্দ
[B] রামমোহন রায়
[C] শিশির কুমার
[D] দাদাভাই নওরাজি
উত্তরঃ [A] স্বামী বিবেকানন্দ
9. কোন পর্তুগীজ গভর্নর গোয়া থেকে সতী প্রথা বিলুপ্ত করেন?
[A] আলবুকার্ক
[B] কেরাল
[C] আলমেডা
[D] ডি ব্রেগেনজা
উত্তরঃ [A] আলবুকার্ক
নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের একমাত্র ভরসা যোগ্য বই 👇👇
10. 1761 সালে আহমেদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন তৃতীয় পানিপথের যুদ্ধে। তখন দিল্লীতে কোন মুঘল সম্রাট কে ছিলেন?
[A] প্রথম আলমগীর
[B] মহম্মদ শাহ
[C] জাহান্দার শাহ
[D] দ্বিতীয় শাহ আলম
উত্তরঃ [D] দ্বিতীয় শাহ আলম