এক নজরে
WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBP Constable Practice Set 13
1. ভারতীয় সংবিধানের কোন্ পার্টে কেবলমাত্র একটি ধারা রয়েছে?
[A] XVII
[B] XVIII
[C] XIX
[D] XX
উত্তরঃ [D] XX
2. সংসদের কোনো কক্ষের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত মাসের তফাৎ থাকতে পারে?
[A] 3
[B] 6
[C] 9
[D] 4
উত্তরঃ [B] 6
3. পাবলিক অ্যাকাউন্ট কমিটি তার রিপোর্ট পেশ করে কার কাছে?
[A] লোকসভার অধ্যক্ষের কাছে
[B] CAG এর কাছে
[C] রাষ্ট্রপতির কাছে
[D] প্রধানমন্ত্রীর কাছে
উত্তরঃ [A] লোকসভার অধ্যক্ষের কাছে
4. 1985 সালে সংবিধানের কততম সংশোধনী হয়েছিল?
[A] 50 তম
[B] 51 তম
[C] 52 তম
[D] 53 তম
উত্তরঃ [C] 52 তম
5. ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কি?
[A] ফেলিস ডমেসটিকাস
[B] প্যান্থেরা লিও
[C] প্যান্থেরা টাইগ্রিস
[D] ইকুয়াস ক্যাবালাস
উত্তরঃ [C] প্যান্থেরা টাইগ্রিস
6. IBRD – এর লক্ষ্য হল—
[A] সমগ্র বিশ্বের শিশুদের সাহায্য প্রদান
[B] আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচলন
[C] অর্থনীতির উন্নয়ন এবং পুনর্গঠনে সাহায্য করা
[D] আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থের কো অপারেশনে সাহায্য করা
উত্তরঃ [C] অর্থনীতির উন্নয়ন এবং পুনর্গঠনে সাহায্য করা
7. কে সংসদের যৌথ অধিবেশনে কোনো বিলের ক্ষেত্রে একটি ‘নির্ণায়ক ভোট’ দিতে পারেন?
[A] রাজ্যসভার চেয়ারম্যান
[B] লোকসভার ডেপুটি স্পিকার
[C] লোকসভার স্পিকার
[D] প্রধানমন্ত্রী
উত্তরঃ [C] লোকসভার স্পিকার
8. সপ্তম এবং অষ্টম পরিকল্পনার মধ্যে ‘প্ল্যান হলিডে’ ছিল—
[A] এক বছর
[B] দু বছর
[C] তিন বছর
[D] চার বছর
উত্তরঃ [B] দু বছর
9. হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (HDI) দিয়ে কী পরিমাপ করা হয়?
[A] জীবনের পরিধি
[B] শিক্ষা গ্রহণ
[C] আয়ের স্তর
[D] উপরের সবকটি
উত্তরঃ [D] উপরের সবকটি
10. ভারতবর্ষে কত সালে আমদানি-রপ্তানি ব্যাংক তৈরি হয়?
[A] 1982
[B] 1980
[C] 1975
[D] 1956
উত্তরঃ [A] 1982